Thank you for trying Sticky AMP!!

রঙিন পাখা

কোথাও মন বসছিল না বলেই এডাল-ওডাল করছিল যেন রঙিন প্রজাপতিটি। ছবিটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
হলুদের মোহ, নাকি মধুর লোভে সরিষা ফুলে বসছে প্রজাপতিটি! ছবিটি যশোরের ফুতেপুর থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
পুঁইশাকের ফুলেও কী মধুর খোঁজ তার! ছবিটি কুষ্টিয়ার মিরপুর থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
পথের ধারে ফুলের গাছে সাদাকালো দুটি প্রজাপতি। অভিমানে দুদিকে মুখ ফেরানো যেন! ছবিটি রংপুর নগরের রাজেন্দ্রপুর এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
সকালের সোনা রোদে চিকচিক করা চা-গাছের পাতায় কীসের খোঁজে প্রজাপতিটি? ছবিটি সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার দলদলি চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
শিমের লতায় ফুল ধরেছে। সেই ফুলে প্রজাপতির আনাগোনা। ছবিটি সিলেট নগরের শিবগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
শিমের ফুলেও ছোট্ট প্রজাপতির মধুর খোঁজ। ছবিটি সিলেট নগরের শিবগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
লাউয়ের ফুলে মধু আহরণে প্রজাপতিটির ব্যস্ততা। ছবিটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামল বাজার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
লাউয়ের ফুলে মধু আহরণে দলে ভিড়েছে আরও দুটি। ছবিটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামল বাজার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
প্রজাপতির গাছ ভেবে না আবার ভুল করে বসে ​কেউ! ছবিটি রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা