Thank you for trying Sticky AMP!!

শিক্ষামেলায় শিশুরা

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’—এই স্লোগানকে ধারণ করে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিস জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষামেলার আয়োজন করে। শিশুরা মেলার বিভিন্ন আয়োজন পরিদর্শন করছে। নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ময়মনসিংহ, ১৯ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
শিক্ষামেলায় অংশ নিয়ে শিশুরা খেলাধুলা করে। নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ময়মনসিংহ, ১৯ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
শিক্ষামেলায় বাংলাদেশের জাতীয় প্রতীকের নানা দৃশ্য তুলে ধরা হয়। শিশুরা আগ্রহ নিয়ে সেসব দেখে। নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ময়মনসিংহ, ১৯ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
চিড়িয়াখানাসহ বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ স্থাপনা মডেল হিসেবে সাজানো হয় এই মেলায়। নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ময়মনসিংহ, ১৯ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
মেলায় অভিভাবকদের সঙ্গে শিশুরা। নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ময়মনসিংহ, ১৯ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
মেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়। সাত বীরশ্রেষ্ঠের কথাও তুলে ধরা শিক্ষার্থীদের কাছে। নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ময়মনসিংহ, ১৯ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
পড়ালেখার উপকরণ দেখছে শিশুরা। নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ময়মনসিংহ, ১৯ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষামেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ, ১৯ মার্চ। ছবি: আনোয়ার হোসেন