Thank you for trying Sticky AMP!!

চোখদার, পানদার, বলদার, দাবাদার, লেজওয়ালা, পতঙ্গ নামের বাহারি সব ঘুড়ি পাওয়া যায় ৮ থেকে ৩০০ টাকায়

সাকরাইনের যত প্রস্তুতি

এক দিন পরই পৌষের শেষের দিন। ‘পৌষসংক্রান্তি’র দিনটি ‘সংক্রান্তি’ নামেও পরিচিত। মূলত সংক্রান্তি শব্দই লোকমুখে সাকরাইন হয়ে গেছে। রাজধানীর পুরান ঢাকায় দিনটির অন্যতম অনুষঙ্গ ঘুড়ি ওড়ানো বা ঘুড়ি উৎসব। সূত্রাপুর, কোতোয়ালি, বংশাল, ওয়ারী, গেন্ডারিয়া, লালবাগ থানা এলাকার মানুষ প্রতিবছর এ উৎসব উদ্‌যাপন করে থাকেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দক্ষিণ সিটির আকাশ রাঙাতে প্রথমবারের মতো সাকরাইন তথা ঘুড়ি উৎসব আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে পুরান ঢাকার শাঁখারীবাজারে চলছে ঘুড়ি, সুতা আর নাটাই বিক্রির ধুম। ছবি তুলেছেন দীপু মালাকার

উৎসব সামনে রেখে চলছে ঘুড়ি কেনা
ঘুড়ি ওড়ানোর জন্য সুতা যাচাই করছেন একজন
কাঠের নাটাইয়ের চেয়ে এখন ধাতব নাটাইয়ের চল বেশি
চোখদার, পানদার, বলদার, দাবাদার, লেজওয়ালা, পতঙ্গ নামের বাহারি সব ঘুড়ি পাওয়া যায় ৮ থেকে ৩০০ টাকায়
শিশু-কিশোরসহ ঘুড়ি উৎসবে মেতে ওঠেন বড়রাও
ঘুড়ির স্তূপে দাঁড়িয়ে ঘুড়ির মাপজোক করছেন এক দোকানি
করোনা মহামারির এ সময়ে ঘুড়ির নকশায় উঠে এসেছে কোভিড-১৯ শব্দটি
‘নো মাস্ক, নো সার্ভিস’-এর আদলে নকশায় আছে ‘নো মাস্ক, নো কাইট’ও
শিশুদের মধ্যেও কমতি নেই উৎসাহের
দক্ষিণ সিটি করপোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগানে প্রথমবারের মতো এ উৎসব একযোগে ৭৫টি ওয়ার্ডে আয়োজন করা হবে