Thank you for trying Sticky AMP!!

হাওরের ধান

হাওরে চলছে ধান কাটা-মাড়াই। চাষির ঘরে সুদিন। এ সময় রকমারি পণ্য বিক্রি করে দুপয়সা আয়ে ফেরিওয়ালাও তৎপর। বাওরকান্দি, সিলেট, ১৭ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
বোরো খেতের পাশ দিয়ে মেঠোপথ ধরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে একদল শিক্ষার্থী। বাওরকান্দি, সিলেট, ১৭ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
বৈশাখ মাসে হাওরে চলছে বোরো ধান কাটা ও মাড়াই। মাড়াই শেষে খেতের পাশে খলাতে ধান ঝাড়ছেন এক কিষানি। শিমুলকান্দি, সিলেট, ১৭ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
কিশোরগঞ্জ হাওরে উৎসবমুখর পরিবেশে ধান কাটা শুরু হয়েছে। তবে ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষকেরা। প্রতি মণ ধান বিক্রি করতে হচ্ছে ৫০০ টাকায়। মণপ্রতি খরচা এর চেয়ে বেশি হওয়ায় ধান চাষে পোষাচ্ছে না বলে জানান চাষিরা। ১৬ এপ্রিল, শাহপুর হাওর, নিকলী, কিশোরগঞ্জের। ছবি: তাফসিলুল আজিজ
কিছুদিন পরই হাওরের ধান ঘরে উঠবে। ধান রাখার জন্য বাঁশের ডোল তৈরি হচ্ছে। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৭ এপ্রিল। ছবি: সাজেদুল আলম