Thank you for trying Sticky AMP!!

প্রাণীর জন্য মামিয়াতের ভালোবাসা

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাগবাড়ি গ্রামে নানাবাড়িতে গড়ে তুলেছে প্রাণীদের আশ্রয়কেন্দ্র। বাড়ির  চারটি কক্ষে হতাহত প্রাণীদের চিকিৎসা ও আশ্রয়কেন্দ্র করেছেন মামিয়াত চৌধুরী নামের এক নারী। প্রায় আড়াই বছর ধরে ‘হিরামন অ্যানিমেল শেল্টার অ্যান্ড ফস্টার হোম’ নামের এই প্রতিষ্ঠানে প্রাণীদের সেবা দিয়ে আসছেন তিনি। যেকোনো প্রাণীর অসুস্থতার খবর পেলেই মামিয়াত সিলেটের বিভিন্ন এলাকা থেকে এগুলো সংগ্রহ করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেন। ছবিগুলো গত রোববার তোলা।

মামিয়াত চৌধুরী
নিজের আশ্রয়স্থলে কুকুরদের খাবার দিচ্ছেন তিনি
মামিয়াতের ‘হিরামন অ্যানিমেল শেল্টার অ্যান্ড ফস্টার হোম’-এ রয়েছে কুকুর-বিড়াল
বাড়ির উঠানে ঘুরে বেড়ায় আশ্রয়ে থাকা প্রাণীগুলো
আছে নানা জাতের বিড়াল
আশ্রয়স্থলের উঠানে বসে আছে বিড়াল
কোমরভাঙা এই কুকুরকে সুস্থ করে তুলেছেন মামিয়াত
আছে পার্সিয়ান বিড়ালও
মামিয়াতের দিনমান কেটে যায় প্রাণীদের সঙ্গে
এভাবেই চলে কুকুরদের দেখভাল
এক  কাঁধে বিড়াল অন্য কাঁধে কুকুর নিয়ে ভালোবাসায় মামিয়াত।