Thank you for trying Sticky AMP!!

‘প্রকৃতিকন্যা’ জাফলংয়ে পর্যটকের ঢল

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংকে বলা হয় ‘প্রকৃতিকন্যা’। সেখানকার দুই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে আসে স্বচ্ছ জল, সেই জলস্রোতে বয়ে আসে ছোট-বড় পাথর। সবুজ পাহাড়ের পাদদেশে পিয়াইন নদ। পিয়াইন নদের কোথাও হাঁটুজল, কোথাও আবার চর। এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ঈদের ছুটিতে মানুষের ঢল নেমেছে জাফলংয়ে। বেড়াতে এসেছেন হাজারো পর্যটক। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে ছবিগুলো ঈদের দ্বিতীয় দিন শনিবার বিকেলে তোলা।

মানুষের স্রোত নেমেছে পিয়াইন নদে
সিঁড়ি বেয়ে নিচে নামছেন পর্যটকেরা
ঈদ আনন্দে ঘুরতে এসেছে শিশু
জাফলংয়ের পিয়াইন নদে কোথাও জল, কোথাও শুকনা
মানুষে ঠাসা পুরো জাফলং
পর্যটকদের যানবাহন
টিলার সিঁড়ি বেয়ে কেউ নিচে নামছেন, কেউ ফিরছেন
জাফলংয়ে ঘুরতে এসে শিশুকে কাঁধে নিয়েছেন অভিভাবক
পিয়াইন নদের তীরে অস্থায়ী দোকান বসেছে
সেখানে বিভিন্ন জিনিস কিনছেন কেউ কেউ
ঈদের ছুটির দিনগুলোয় এমন ভিড় থাকবে জাফলংয়ে