Thank you for trying Sticky AMP!!

জেলায় জেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে সিত্রাং। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সর্বত্র সারা দিনই বৃষ্টি হচ্ছে, বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঘূর্ণিঝড় আঘাত হানার সময় উপকূলে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়। লাউকাঠি নদী, পটুয়াখালী
দিনভর বৃষ্টিতে ঢাকার রাস্তায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। গ্রিন রোড, ঢাকা
কক্সবাজার সমুদ্রসৈকত থেকে পর্যটকদের নিরাপদে সরে যেতে প্রচারণা চালানো হচ্ছে। লাবণী পয়েন্ট, কক্সবাজার
বেড়িবাঁধ বিলীন হয়ে যাওয়ায় ঘূর্ণিঝড়ের যেকোনো সংকেতে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। নির্ঘুম রাত কাটাতে হয় তাদের। ঘোড়ামরা সাগর উপকূল, সোনাইছড়ি, সীতাকুণ্ড, চট্টগ্রাম
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে যশোরে দিনভর বৃষ্টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক, যশোর
দমকা বাতাসে নুয়ে পড়েছে ধানসহ বিভিন্ন ধরনের ফসল। দক্ষিণ চর চান্দিয়া, সোনাগাজী, ফেনী
লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবকদের মাইকিং
লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নে প্রচারণা চালাচ্ছেন স্থানীয় চেয়ারম্যান কামরুল হাসান। সুতুরিয়া এলাকা, ধলঘাট, মহেশখালী, কক্সবাজার
সিত্রাংয়ের প্রভাবে উত্তাল সাগর। ঢেউয়ের আঘাতে উল্টে গেছে ফিশিং ট্রলার। সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার
বৃষ্টি থেকে বাঁচতে শরীরে জড়িয়েছেন পলিথিন। কারওয়ান বাজার, ঢাকা
ঝোড়ো হাওয়া আর বৃষ্টির মধ্যে চলাচল করতে হয়েছে রাজধানীর বাসিন্দাদের। ধানমন্ডি, ঢাকা
ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রক্ষা করতে মেরিন ড্রাইভ সড়কের মহেশখালীয়া পাড়া থেকে সাবরাং বাহারছড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে নৌকাগুলো সারিবদ্ধভাবে রাখা হয়। টেকনাফ, কক্সবাজার