Thank you for trying Sticky AMP!!

গণসংগীত উৎসব

‘সাম্প্রদায়িকতা ও শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ’ স্লোগানে চতুর্থ জাতীয় গণসংগীত উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন হয়েছে গতকাল শুক্রবার। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ছিল নাচ, গান ও কথামালার আয়োজন। চট্টগ্রাম জেলা শিল্পকলা থেকে ছবিগুলো তুলেছেন জুয়েল শীল।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ১৩৫ জন শিল্পী।
জাতীয় সংগীত গাইছেন অতিথিরা।
নৃত্য পরিবেশন করেন চট্টগ্রামের ওডিসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্টের সদস্যরা।
গানের তালে চলছে নৃত্য পরিবেশন।
উৎসবের মাঝে সবাই মিলে ক্যামেরার ফ্রেমবন্দী হওয়া।
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।
গরমে হাতপাখার বাতাসে একটু প্রশান্তির খোঁজ।
ওডিসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্টের নৃত্যশিল্পী প্রমা অবন্তীকে ক্রেস্ট দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।
বাউলগান গাইছেন শিল্পীরা।
উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যদের সংগীত পরিবেশন।