Thank you for trying Sticky AMP!!

বই বিনিময় উৎসব

বিশ্ব বই ‍দিবস উপলক্ষে সিলেটে বইপড়ুয়াদের সংগঠন ‘ইনোভেটর’ পঞ্চমবারের মতো এবারও বই বিনিময় উৎসবের আয়োজন করে। সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বইপড়ুয়ারা নিজের পড়া বই জমা দিয়ে পছন্দের বই সংগ্রহ করেন। উৎসবে দেড় শতাধিক বইপ্রেমী বই বিনিময় করেছেন নিজেদের সঙ্গে। মূলত বইয়ের প্রতি ভালোবাসা ও জ্ঞান বিনিময়ের লক্ষ্যে এ উৎসবের আয়োজন করে ইনোভেটর। গত মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

পছন্দের বই হাতে উৎসবে খুদে বইপ্রেমী
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বই বিনিময় উৎসব
টেবিলে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন লেখকদের বই। সেখানে পছন্দের বই খুঁজছেন বইপ্রেমীরা
বই ‍খুঁজছে একদল শিক্ষার্থী
পছন্দের বই হাতে বইপ্রেমী
সবাই খুঁজছে পছন্দের বই
পছন্দের বই হাতে রেখেছেন একজন
ঘাসের ওপর সাজিয়ে রাখা আরও কিছু বই
বই নিতে সেখানে চোখ বুলিয়ে নিচ্ছেন বইপ্রেমীরা
বই বিনিময় উৎসবে পছন্দের বই হাতে এক শিক্ষার্থী