Thank you for trying Sticky AMP!!

ছবিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৭তম আসর শুরু হয়েছে ১ জানুয়ারি। এদিন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী মেলায় বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন আছে ৩৩১টি। প্রতিদিন মেলায় ঘুরতে আসেন হাজারো দর্শনার্থী, পছন্দের পণ্যও কেনেন তাঁরা।

মেলায় গৃহসামগ্রী দেখছেন ক্রেতারা।
ক্রেতাদের আকৃষ্ট করতে স্টলের সামনে আছে নানা আয়োজন।
কারাবন্দীদের তৈরি পণ্য বিক্রি হচ্ছে ‘কারাপণ্য’ স্টলে।
হরেক রকমের কার্পেট দেখছেন ক্রেতারা।
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে জুতা।
মেলায় ‘ব্যাটম্যানের’ সঙ্গে খেলায় মেতেছে শিশুরা।
গয়নার দোকানে পছন্দের পণ্য দেখছেন ক্রেতারা।
বিভিন্ন স্টলে ক্রেতাদের ভিড়।
মেলার স্টলে সাজানো রংবেরঙের কুশন।
গলায় গয়না জড়িয়ে দেখছেন এক নারী।
গৃহসামগ্রীর স্টলে পণ্য দেখছেন একজন।
পছন্দের আসবাব দেখছে একটি পরিবার।
এ খাটের নাম ‘পরী পালঙ্ক’। কোটি টাকার এই খাট দেখতে দর্শনার্থীদের ভিড়।
অভিভাবকদের সঙ্গে মেলায় এসেছে শিশুরাও।
মেলায় দর্শনার্থীদের ভিড়।
শিশুদের জন্য খেলার জায়গা আছে মেলায়।
তুরস্কের স্টলে পছন্দের বাতি দেখছেন এক ক্রেতা।
প্রতিদিনই মেলায় ঘুরতে আসছেন হাজারো দর্শনার্থী