Thank you for trying Sticky AMP!!

জারি গানে মুখর যমুনাপাড়ের নৌকাবাইচ

যমুনা নদীর তীরে সারি সারি নৌকা। রংবেরঙের পোশাক পরা মাঝিমাল্লা। তাঁরা গাইছেন জারি, সারি গান। জনসমাগমে মুখর নদীর পাড়। চলছে নৌকাবাইচ। নদীর তীরজুড়েই উচ্ছ্বসিত মানুষের ভিড়।

গতকাল পড়ন্ত বেলায় দূর আকাশে সাদা মেঘের ভেলা। হাজারো মানুষের সমাগম। খেলায় বিজয়ী দলকে দেখার অপেক্ষায় উৎসুক মানুষের ভিড়। বলছিলাম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাট শেরপুর এলাকার কথা। সেখানে হাট শেরপুর ইউনিয়ন বঙ্গবন্ধু নৌকাবাইচ বাস্তবায়ন কমিটি এ আয়োজন করে। ছিল টান টান উত্তেজনা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো বগুড়া, গাইবান্ধাসহ আশপাশের কয়েক জেলা থেকে আসে। এর মধ্যে স্বাধীন বাংলা একাত্তর, কলোকান্দা হাওয়ার তরি, যমুনা এক্সপ্রেস, হজরত শাহজালাল (রা.), ভাঙ্গামন মহাজন নামের নৌকা অংশ নেয়।

রংবেরঙের পোশাক পরে বইঠা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন মাঝিমাল্লারা
মন্দিরা-করতাল বাজিয়ে আনন্দ দিচ্ছেন দর্শকদের
বগুড়াসহ আশপাশের বিভিন্ন জেলার মানুষেরা নৌকাবাইচ দেখতে যমুনার পাড়ে
জারি, সারি গান গেয়ে গলা শুকিয়ে গেছে। তাঁদের জন্য আনা হয়েছে পানি
সারি গানের তালে ছুটে চলছে বাইচের নৌকা। তীরে বাইচ দেখতে আসা উৎসুক মানুষের ভিড়
কে যাবে কার আগে, চলছে প্রতিযোগিতা
ছুটে চলছে বাইচের নৌকা
পাল্লা দিয়ে চলছে বাইচের নৌকা। উপভোগ করছেন হাজারো মানুষ
নদীর দুই ধারেই মানুষের ঢল, ছুটে চলছে প্রতিযোগিতার নৌকা