Thank you for trying Sticky AMP!!

জব্বারের বলীখেলা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শরীফ। রানারআপ হয়েছেন কুমিল্লার মোহাম্মদ রাশেদ। বৃহস্পতিবার চট্টগ্রামের লালদীঘির মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ১৯০৯ সালে বকশিরহাটের স্থানীয় ধনী বণিক বদরপাতি এলাকার বাসিন্দা আবদুল জব্বার সওদাগর এই কুস্তি প্রতিযোগিতার সূচনা করেন। পরে তাঁর নাম অনুসারেই এই আয়োজনের নামকরণ হয়েছে। এবারের বলীখেলায় ৮৬ জন কুস্তিগির অংশ নিয়েছিলেন। বলীখেলায় চ্যাম্পিয়ন হওয়া শরীফ ট্রফির পাশাপাশি প্রাইজ মানি পেয়েছেন ৩০ হাজার টাকা। এ ছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীরা ট্রফির সঙ্গে পেয়েছেন যথাক্রমে ২০ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা।

কুস্তি লড়ছেন বাঘা শরীফ ও রাশেদ।
কুস্তিতে মাটিতে প্রতিপক্ষের মাথা ঢুকিয়ে দিয়েছেন একজন।
এক পাশে যুবক, অন্য পাশে প্রবীণেরা কুস্তি লড়েছেন।
কুস্তিগিরদের ধস্তাধস্তিতে বালু ওপরে উঠে যায়।
এক বলীকে মাথার ওপর তুলে ফেলেন আরেকজন।
বলীখেলায় উৎসবের আমেজ আনে ঢোল ও বাঁশির বাজনা।
পুরোনো আমলের বাঁশি বাজানো হচ্ছে।
এক বলীকে মাথার ওপরে তুলে মাটিতে ফেলেন আরেকজন।
বলীরা দর্শকদের উদ্দেশে হাত নাড়ছেন।
ভবনের ওপর থেকে বলীখেলা দেখছেন তাঁরা।
মাঠজুড়ে হাজারো দর্শক।
বলীখেলায় চ্যাম্পিয়ন হওয়া শরীফ ট্রফির পাশাপাশি প্রাইজ মানি পেয়েছেন ৩০ হাজার টাকা।