Thank you for trying Sticky AMP!!

সরস্বতীপূজা উদ্‌যাপিত

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, জ্ঞান ও সংগীতের দেবী সরস্বতীপূজা ছিল আজ বৃহস্পতিবার। দেশের বিভিন্ন এলাকায় পূজা উপলক্ষে নানা আয়োজনের মাধ্যমে উদ্‌যাপিত হয় সরস্বতীপূজা।

পূজা ও অঞ্জলি শেষে ধুনুচি নাচ করেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম
সরস্বতীপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে ছিল নানা আয়োজন
পূজায় প্রার্থনারত শিক্ষার্থীরা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে সরস্বতীপূজা উদ্‌যাপন উপলক্ষে মানুষের ঢল
দেবীর প্রতি ভক্তি জানাতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে আসেন অভিভাবকেরাও। নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে, নারায়ণগঞ্জ
পূজায় খাগের কাঠি কপালে রেখে পূজা পাঠ করছেন ভক্তরা। শঙ্কর মঠ, বরিশাল নগর, ২৬ জানুয়ারি
পূজা শেষে এই খাগের কাঠি বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। শঙ্কর মঠ, বরিশাল নগর, ২৬ জানুয়ারি
মন্ত্র পাঠের সময় ভক্তরা। শঙ্কর মঠ, বরিশাল নগর, ২৬ জানুয়ারি
সরস্বতীপূজা উপলক্ষে প্রতিমার সামনে চলছে পূজা পাঠ। শঙ্কর মঠ, বরিশাল নগর, ২৬ জানুয়ারি
পূজার আনুষ্ঠানিকতার পর সাড়ে চার বছরের শিশু জগন্নাথ সাহা আয়ুষ পুরোহিতের কাছে হাতেখড়ি নিচ্ছে। নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে, নারায়ণগঞ্জ
পূজার শুরুতেই মঙ্গল শঙ্খধ্বনি দিচ্ছেন ঠাকুর পরেশ আচার্য। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া
পূজা অর্চনায় এসে পঞ্চম প্রদীপে আরতি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া