Thank you for trying Sticky AMP!!

স্মৃতিসৌধে সর্বস্তরের শ্রদ্ধা

৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ মঙ্গলবার (২৬ মার্চ)। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। দিবসটি উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে ক্ষমতাসীন দলের প্রধান শেখ হাসিনা স্মৃতিসৌধের বেদিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নিয়েই এই ছবির গল্প।

৫৪তম ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ উদযাপনের অংশ হিসেবে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সফররত ভুটানের রাজা জাতীয় স্মৃতিসৌধের শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন
পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে ক্ষমতাসীন দলের প্রধান শেখ হাসিনা স্মৃতিসৌধের বেদিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছে স্কুলের শিক্ষার্থীরা
স্মৃতিসৌধে লাল–সবুজের পতাকার পাশে স্কুল–কলেজের শিক্ষার্থীরা
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিজ হাতে বার্তা লিখে এনেছে শিক্ষার্থীরা
শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষার্থীরা
সবার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা। এভাবেই স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে বিভিন্ন সংগঠনের সদস্যরা
বিদেশি নাগরিকেরাও ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বীর শহীদদের প্রতি
ফুলে ফুলে ছেয়ে আছে স্মৃতিসৌধ
বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতা–কর্মীরা
স্মৃতিসৌধ এলাকায় গালে পতাকা এঁকে নিচ্ছে এই শিশু