Thank you for trying Sticky AMP!!

বাঙ্গিতে কৃষকের হাসি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ও তালমা ইউনিয়নের দেবীনগর, ভোজেরডাঙ্গী, গজগাহ, ঝাউডাঙ্গী, কোনা গ্রাম, সন্ত্রসী, বিলনালিয়াসহ বিভিন্ন এলাকার কৃষকেরা ব্যাপক হারে বাঙ্গির চাষ করেন। কৃষকেরা অগ্রহায়ণে জমিতে বীজ বপন করে বৈশাখ মাসে ফলন ঘরে তোলেন। উৎপাদিত বাঙ্গি নিয়ে কৃষকেরা তাদের বিক্রির জন্য জড়ো হন দেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাঙ্গির হাটে। শুধু বাঙ্গির জন্যই বসে এই হাট। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতায় হাট হয়ে ওঠে সরগরম।

বিদ্যালয়ের মাঠে বসেছে বাঙ্গির হাট।
হাট থেকে বাঙ্গি কিনে ইজিবাইকে সাজাচ্ছেন এক ব্যবসায়ী।
হাটে জায়গা না পেয়ে সড়কে বসেছেন কৃষকেরা।
দরদাম করছেন ব্যবসায়ীরা।
কৃষকের ভ্যান থেকে বাঙ্গি কিনে মাঠে জড়ো করে রাখছেন এক ব্যবসায়ী।
খেত থেকে বাঙ্গি তুলে বাঁশের সেতু পার হয়ে বাড়ি ফিরছেন এক কৃষক।
বাঙ্গি তুলে আনছেন কৃষক দম্পতি।
খেত থেকে বাঙ্গি তুলে নিয়ে যাচ্ছেন এক কৃষক।
খেত থেকে বাঙ্গি তুলে বাড়ি এনে পরিষ্কার করছেন গৃহবধূ।
বাঙ্গি খেতে সেচ দিচ্ছেন কৃষক।
খেতের মাঝখানে ঢেঁকি কলে সেচ দিচ্ছেন গৃহবধূ।
সড়কের পাশে ভ্যানে সাজিয়ে বিক্রি করছেন বিক্রেতারা।