Thank you for trying Sticky AMP!!

ছুটি শুরুর আগেই ঈদযাত্রা

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ ঠিকানায় ফিরতে শুরু করেছেন মানুষ। স্কুল-কলেজ অনেক আগেই ছুটি হয়েছে। তারপরও সরকারি দপ্তরগুলো ছুটি শুরু না হলেও অনেকে আগাম কয়েক দিন ছুটি নিয়ে এরই মধ্যে পরিবারসহ রাজধানী ছাড়তে শুরু করেছেন। শুধু রাজধানীই নয়, কর্মসূত্রে যাঁদের বিভিন্ন জেলা শহরে থাকতে হয়, তাঁরাও প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে গ্রামে ছুটছেন। ফলে বাস, ট্রেন বা নৌপথে যাত্রীদের চাপ পড়তে শুরু হয়েছে।

ঈদ করতে বাড়ি যাওয়ার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা স্বজনকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে দুই শিশু। কমলাপুর রেলস্টেশন, ঢাকা
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসে উঠছেন মানুষ। চন্দ্রা ত্রিমোড়, কালিয়াকৈর, গাজীপুর
পরিজনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছেন মানুষ। নির্ধারিত গন্তব্যের গাড়ির অপেক্ষায় কাউন্টারের সামনে যাত্রীরা। শিমরাইল, নারায়ণগঞ্জ
শুরু হয়েছে ঈদযাত্রা। এরই মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। চন্দ্রা ত্রিমোড়, কালিয়াকৈর, গাজীপুর
ঈদের ছুটি এখনো শুরু হয়নি। তবে ছুটির সময় বাড়তি ঝক্কিঝামেলা ও বিড়ম্বনা এড়াতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ আগেই বাড়ি ফিরছেন। দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী
ঈদের ছুটি কাটাতে সন্তানদের নিয়ে ট্রেন ধরতে ছুটছেন এক নারী। কমলাপুর রেলস্টেশন, ঢাকা
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। রেলস্টেশনে মানুষের ভিড়। কমলাপুর রেলস্টেশন, ঢাকা