Thank you for trying Sticky AMP!!

তিস্তার চরের রসুন

রংপুরে তিস্তার চরে রসুন তোলা শুরু হয়েছে। রসুন তোলা শেষে তা বাজারজাত করার জন্য রোদে শুকানো, বাছাইসহ নানা রকমের কাজ থাকে। সেসব কাজে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মৌসুমের শুরুতে দামটাও ভালো পাচ্ছেন চাষিরা। প্রতি মণ বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা। কেউ বিক্রি করছেন কেউবা সংরক্ষণ করার প্রস্তুতি নিচ্ছেন। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন চর থেকে ছবিগুলো তুলেছেন মঈনুল ইসলাম

রসুন তুলে বাড়ির উঠানে বসে বাছাই করছেন নানি-নাতনি।
রসুন শুকাতে দিয়েছেন এই চাষি।
রসুনের দাম চড়া হওয়ায় রসুন পাহারা দেওয়ার জন্য তাঁবু খাটিয়েছেন কৃষক।
রসুন বাছাই করে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক।
তপ্ত দুপুরে রসুন বাছাই করছেন দুই কিষানি।
দুপুরের কড়া রোদে রসুনটা যেন ভালো করে শুকায়, সে জন্য ওলট–পালট করে দিচ্ছেন এই কিষানি।
অনেকেই রসুন এভাবে বেঁধে সংরক্ষণ করেন।
চরজুড়ে এভাবে রসুন শুকানো হচ্ছে।
পরিবারের সবাই মিলে রসুন সংরক্ষণ করতে আঁটি বাঁধছেন।
আঁটি বাঁধার পর নিয়ে যাচ্ছে কিশোরী।