Thank you for trying Sticky AMP!!

চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ অব্যাহত রেখেছেন তাঁদের সহপাঠীরা। আজ বুধবার তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন তাঁরা। সারা দিন বিক্ষোভের পর একপর্যায়ে উপাচার্যের কার্যালয়ে তালা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এক শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থীদের জন্য সহপাঠীদের কান্না।
আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
অসুস্থ রোগীদের বহনকারী যানবাহন ছেড়ে দেন শিক্ষার্থীরা।
যানবাহন চলাচলে বাধা দেন শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে শোকের ব্যানার টানানো হয়েছে।
ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।