Thank you for trying Sticky AMP!!

রমজানে কলার দাম চড়া

সিলেটে রমজান উপলক্ষে কলার দাম বেড়েছে। কলার চাহিদা বেড়ে যাওয়ায় আড়তে দাম বাড়িয়েছেন কলা ব্যবসায়ীরা। আড়ত ও খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কলা। মানভেদে প্রতি হালি কলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকায়। সপ্তাহখানেক আগেও খুচরা বাজারে প্রতি হালি কলার দাম ছিল ২০-৩০ টাকা। আড়তে প্রতিটি কলার ছড়িতে ২০০ থেকে ৩০০ টাকা দাম বাড়িয়ে ৫০০-৬০০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। সিলেট নগরের কদমতলী ফলের আড়ত থেকে পাইকারি দরে কলা বেচাকেনা।

কলা নিয়ে বসে আছেন বিক্রেতা, কলা কিনতে এসেছেন ক্রেতা
কাঁচা-পাকা কলা নিয়ে বিক্রির জন্য বসে আছেন বিক্রেতা
কলার আড়তে কলা কিনতে এসেছেন এক খুচরা বিক্রেতা
এই ব্যক্তি ভ্যান নিয়ে এসেছেন কলা কিনতে
বাজারে এমন মাঝারি আকারের কলার চাহিদা বেশি
কলা বিক্রির জন্য চলছে দরদাম
পাইকারি দরে কলা কিনে কাভার্ড ভ্যানে করে নেওয়া হচ্ছে
থরে থরে সাজানো কলার ছড়ি
পাকা কলা বিক্রির জন্য বসেছেন এই ব্যবসায়ী
রোজার মাসে কলার চাহিদা থাকায় দুই ছড়ি কলা কিনে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছেন দুজন
আড়ত থেকে কলা কিনে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে
প্রায় দ্বিগুণ দামে কলা বিক্রি করছেন ব্যবসায়ীরা