Thank you for trying Sticky AMP!!

গরমে কাহিল চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণীরা

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। মানুষের পাশাপাশি হাঁপিয়ে উঠেছে প্রাণিকুলও। চিড়িয়াখানায় থাকা প্রাণীরা পানি ও ছায়ায় বসে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। কোনো কোনো খাঁচায় পানি আছে, আবার কোনোটিতে নেই। একটু পানির খোঁজে এদিক–সেদিক ঘোরাঘুরি করছে অনেক প্রাণী। কেউ কেউ দল বেঁধে ছায়ায় বসে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করছে। ছবিগুলো গত শনি ও রোববার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ

পানিতে ডুব দিয়ে শীতল হওয়ার চেষ্টা এই বানরের
কিছুক্ষণ পরপর পানি ধরে দেখছে বানরটি
পানির মধ্যে সারাক্ষণ ডুবে থাকছে জলহস্তী
ক্লান্ত হয়ে এভাবে পানিতে বসে আছে বাঘটি
গরমের হাত থেকে স্বস্তি পেতে ছায়ায় বসে আছে মায়া হরিণের দল
অল্প পানিতে বসে আছে ব্যাঘ্রশাবকটি
হাঁপিয়ে উঠেছে উটপাখিটিও
ছায়ায় দল বেঁধে বসে আছে বাঘের দল
চৌবাচ্চায় পায়ের পাতাসমান পানি। অথচ প্রচণ্ড গরমে পানিতে গা ডুবিয়ে রাখতেই চৌবাচ্চায় নেমেছে ভালুকটি
চৌবাচ্চায় সামান্য পানি। সেখান থেকেই পানি পান করার চেষ্টা করছে সাদা বাঘটি
মাটির নিচের পাইপ দিয়ে চৌবাচ্চায় পানি পড়ছে। সেই পানিতে গলা ভেজাচ্ছে বাঘটি