Thank you for trying Sticky AMP!!

প্রতিমায় তুলির আঁচড়

দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েক দিন। তাই ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। প্রতিমার অন্যান্য কাজ শেষে তাঁদের হাতে ফুটে উঠছে প্রতিমার মুখমণ্ডল। কেউ আঁকছেন চুল, কেউ চোখের পাতা, আবার কারও তুলির নিপুণ ছোঁয়ায় ফুটে উঠছে চোখ। দিন-রাত পালা করে ২৪ ঘণ্টা চলছে তাঁদের এই কাজ। প্রতিটি শিল্পালয়ে তৈরি করা হয়েছে ৪০ থেকে ৬০টি প্রতিমা। শিগগিরই এসব প্রতিমা নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপে। চট্টগ্রামের সদরঘাট এলাকার বিভিন্ন মৃৎশিল্পালয়ে।

একের পর এক প্রতিমার রঙের কাজ শেষ করা হচ্ছে
বিভিন্ন রং দিয়ে সাজানো হচ্ছে প্রতিমা
সূক্ষ্মভাবে সতর্কতার সঙ্গে ঠোঁটে রং করা হচ্ছে
হাতের ছোঁয়ায় ফুটে উঠছে চোখ
প্রায় শেষ পর্যায়ে একটি প্রতিমার কাজ
রং করা হচ্ছে কানের দুলে
ধুলা আর অন্য রং এড়াতে ঢেকে রাখা হয়েছে প্রতিমা
হাতের অংশে দেওয়া হচ্ছে লাল রং
চুলে রং করছেন একজন শিল্পী
একটি প্রতিমায় দেওয়া হচ্ছে সাদা রং
আঁকা শেষ হওয়া একটি প্রতিমা
রং করা হচ্ছে সিংহের চোখ
ফুটে উঠেছে অসুরের চোখ
তৈরি হওয়া প্রতিমা দেখছেন একজন