Thank you for trying Sticky AMP!!

যমুনায় চরের জীবন যেমন

শুষ্ক মৌসুমে যমুনা নদীতে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। এই বালুচরে আছে আঁকাবাঁকা অসংখ্য পানিপথ। পথগুলোর কোথাও ছিপছিপে, কোথাও হাঁটু, আবার কোথাও কোমর পানি। সেখানে কোথাও চাষাবাদ করা হয় বাহারি ফসল। পড়ন্ত বিকেলে পারে কাজে ব্যস্ত হয়ে পড়েন কিষান-কিষানিরা। কেউবা জমি নিড়ানোর কাজে, আবার কেউবা ফসল মাড়াইয়ের কাজে ব্যস্ত থাকেন। এই বালুচরে খেলায় মেতে ওঠে শিশুরা। ছবিতে উঠে এসেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার অন্তারপাড়া এলাকার চরের মানুষের জীবনযাপন।

পড়ন্ত বেলায় যমুনার চরে নয়নাভিরাম দৃশ্য।
যমুনার চরাঞ্চলে সারি সারি বাদামগাছের সমারোহ। সেখানে বাদাম খেতে নিড়ানি দিচ্ছেন কৃষক আল আমিন।
যমুনার চরাঞ্চলে কাজে যাচ্ছেন একজন নারী।
জেগে ওঠা বালুচরে খেলায় মেতে উঠেছে শিশুরা।
চরে কাজ শেষে খড়ের আঁটি নিয়ে বাড়িতে ফিরছেন একজন বৃদ্ধ।
ফসলের মাঠে কাজ শেষে গবাদিপশুর জন্য ঘাস নিয়ে বাড়িতে ফিরছেন নদীপারের মানুষেরা।
জেগে ওঠা চরে মাষকলাইয়ের আবাদ করেছিলেন কৃষক আবদুল ওহাব। মাষকলাইয়ের গাছ তুলে মাড়াইয়ের ব্যস্ত তিনি।
চরাঞ্চলে সারি সারি বাদামগাছের সমারোহ।