Thank you for trying Sticky AMP!!

পুরান ঢাকার ‘সাকরাইন’ উৎসব

পৌষসংক্রান্তিতে ঘুড়ি উৎসব উদ্‌যাপিত হয় পুরান ঢাকার বিভিন্ন এলাকায়। সকাল থেকে সারা দিন ঘুড়ি ওড়ানোয় মেতে ওঠেন শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ। সন্ধ্যায় মুখে আগুনের হলকা, লেজার শো ও আতশবাজির আলোয় মেতে ওঠেন সবাই। গতকাল শনিবার সূত্রাপুরের বিভিন্ন এলাকায়।

বাংলা সন ১৪২৯–এর পৌষসংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এই সাকরাইন উৎসব।
লোহারপুল এলাকায় ঘুড়ি ওড়ানোয় মেতেছে তারা।
ঘুড়ি উৎসবে সব বয়সী মানুষের দেখা মেলে।
সূত্রাপুর এলাকার একটি বাসার ছাদে ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে দেয়াল।
সাকরাইনে সন্তানকে ঘুড়ি ওড়ানো শেখাচ্ছেন বাবা।
সন্ধ্যা হতেই লেজার শো ও আতশবাজির আলোয় ঝলমল করে ওঠে পুরান ঢাকার আকাশ।
ছাদে ছাদে আয়োজন করা হয় ‘ডিজে’ গানের আসর।
আতশবাজিতে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা।
ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে ছাদে ছাদে রীতিমতো ভিড় লেগে যায়।
ছাদগুলোর আয়োজনে আলোকোজ্জ্বল হয়ে ওঠে এলাকাগুলো।
অনেকেই মুখে আগুনের হালকা নিয়ে খেলা করে।
সূর্যের আলো ডোবার সঙ্গে সঙ্গেই আতশবাজি ফোটা শুরু হয়, যা চলে রাত পর্যন্ত।