Thank you for trying Sticky AMP!!

অমর একুশে

বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকতদের তাজা রক্তে রঙিন হয়েছিল ঢাকার রাজপথ। প্রতিবছর ফেব্রুয়ারি এলে তাঁদের সেই ত্যাগের স্মৃতি আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। সেই স্মৃতির উদ্‌যাপন চলে সারা মাস ধরে। শুধু রাজধানী নয়, জেলা শহরগুলোতেও চলে এ উপলক্ষে নানা কর্মসূচি। প্রতিবছর ফেব্রুয়ারিতে মাসব্যাপী অমর একুশের গ্রন্থমেলা হলেও এবার করোনার প্রভাবে তা শুরু হচ্ছে দেরিতে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটিকে কেন্দ্র করে চলে নানা অনুষ্ঠান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদ্যালয়ের দেয়ালে আলপনা আঁকছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীতে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালায়
শহীদ মিনার সাজানো হচ্ছে বাংলা বর্ণে। রং লাগাচ্ছেন একজন। গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে ককশিটের অস্থায়ী শহীদ মিনার তৈরি করে নিয়ে যাচ্ছেন একজন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর কাঁটাবন এলাকায়
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চাহিদা বেড়েছে ফুলের তোড়া ও পুষ্পস্তবকের। ফুলের বাজারে পুষ্পস্তবক তৈরিতে ব্যস্ত এক কর্মচারী। গতকাল শনিবার রংপুর নগরের নিউ ইঞ্জিনিয়ারপাড়ায়
একুশ উদ্‌যাপনের আয়োজন। গতকাল শনিবার রাজধানীর শাহবাগে
ফুল দিয়ে বানানো শহীদ মিনার। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড় এলাকার ফুলের দোকানে
শহীদ মিনারের চারপাশ সাজানো হচ্ছে বর্ণিল সাজে। দেয়ালচিত্র আঁকছেন শিল্পীরা। গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে
আলপনা আঁকায় ব্যস্ত শিল্পীরা। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে
শিল্পীর তুলিতে দেয়ালচিত্রে ভাষা আন্দোলনের স্মৃতি। সেই দেয়ালের সামনে মায়ের সেলফি। গতকাল বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে
শিক্ষার্থী ও শিক্ষকেরা মিলে তৈরি করছেন শহীদ মিনার। গতকাল শনিবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ীতে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালায়
স্কুলপড়ুয়া চার কিশোরী তৈরি করছে অস্থায়ী শহীদ মিনার। গতকাল বাগেরহাটের দড়াটানা বিসিক এলাকায়
প্রতিবছর শহর ও গ্রামের শিশু-কিশোরেরা ইট-কাঠ-কাগজে এভাবেই তৈরি করে শহীদ মিনার। গতকাল শনিবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার একতা সড়কে