Thank you for trying Sticky AMP!!

একঝলক (০৭ মে ২০২২)

কয়েক দিনের ঝড়বৃষ্টিতে নুয়ে পড়েছে খেতের পাকা ধান। সেগুলো বেছে বেছে কাটছেন কৃষকেরা। কালিকাপুর এলাকা, নন্দীগ্রাম, বগুড়া, ৭ মে
পাকা লিচু গাছ থেকে সংগ্রহ করার পর গুনে গুনে আঁটি বাঁধার কাজ চলছে। স্বাদ আর আকারভেদে ১০০ লিচু ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে স্থানীয় হাটে। রাঙামাটি, ৭ মে
ঈদ শেষে কর্মস্থলগামী মানুষের ঢল নেমেছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৭ মে
জারুল ফুলের সৌন্দর্য। নবগ্রাম রোড, বরিশাল, ৭ মে
ফুটেছে কৃষ্ণচূড়া ফুল। ক্রিসেন্ট লেক, ঢাকা, ৬ মে
বোরো ধান কাটার পর মাড়াই করছেন কৃষকেরা। কালিকাপুর, পটুয়াখালী, ৭ মে
ঝড়-বৃষ্টিতে পড়ে যাওয়া ধান কাটছেন কৃষকেরা। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ মে
বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত পল্লী বিদ্যুতের কর্মীকে খুঁটি থেকে নামানো হচ্ছে। রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ৭ মে
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফেরা শুরু হয়েছে। প্রখর রোদে দাঁড়িয়ে বিআরটিসি বাসে ওঠার জন্য প্রতিযোগিতা করছেন যাত্রীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ৭ মে
বৈশাখের খরতাপ বেড়েই চলেছে। গরমে হাঁপিয়ে ওঠা এক ব্যক্তি তৃষ্ণা মেটাতে ফুটপাতে দাঁড়িয়ে শরবত খেয়ে নিচ্ছেন। সিলেট, ৭ মে
রেললাইনের ওপর দিয়ে চলাচলের সময় প্রায় ঘটছে দুর্ঘটনা। তবু ঝুঁকি নিয়ে রেললাইনে চলাচল করে মানুষ। সিলেট, ৭ মে
কিশোরগঞ্জ হাওরে ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। হাওরাঞ্চলে এখন সর্বত্র চলছে ধান শুকানোর কাজ। মিঠামইন, কিশোরগঞ্জ, ৭ মে
লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। বাংলাবাজার লঞ্চঘাট, মাদারীপুর, ৭ মে
শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে। এ সুযোগে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে স্পিডবোট, বাস ও সিএনজি থেকে। মুন্সিগঞ্জ, ৭ মে
খুলনা শহরের পাড়ার মুদিদোকান ও ছোট বাজারে বেশি দাম দিয়েও বোতলজাত সয়াবিন তেল না পাওয়া গেলেও নগরের বড় বাজার মোকামে বিভিন্ন দোকানে ঝোলানো আছে তেলের বোতল। বড় বাজার, খুলনা
সয়াবিন তেলের দাম বাড়ায় বাজারে তেলের সংকট দেখা দিয়েছে। সততা স্টোর নামের একটি দোকানে কিছু সয়াবিন তেল ছিল। দোকানটি থেকে প্রতি পাঁচ লিটার তেলের বোতল ৭৬০ টাকা দামে বিক্রি করছে। খবর পেয়ে তেল কেনার জন্য ক্রেতারা লাইনে দাঁড়িয়েছেন। দীঘিনালা, খাগড়াছড়ি, ৭ মে
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। তবে সদরঘাট লঞ্চ টার্মিনালে নেই যাত্রীদের চাপ। ঢাকা, ৭ মে
বাংলাদেশ ষড়্‌ঋতুর দেশ। সে হিসাবে এখন গ্রীষ্মকাল। কিন্তু ময়মনসিংহের নান্দাইল উপজেলার সর্বত্র ঘন কুয়াশা পড়ছে। নরসুন্দা নদীর পাড়, নান্দাইল, ৭ মে
মাঠে চলছে ধানমাড়াইয়ের কাজ। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শ্রমিকেরা ধানমাড়াইয়ের কাজ করে পান ৯০০ টাকা পারিশ্রমিক। কালীতলা, ডুমুরিয়া, খুলনা, ৭ মে
সাতক্ষীরা থেকে খুলনাগামী বাসের ছাদে বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ৭ এপ্রিল
সেদ্ধ করা হচ্ছে ধান। কাউয়াদীঘি হাওরপাড়, মৌলভীবাজার, ৬ মে
সৈকতে সুগন্ধা পয়েন্টের দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে শামুক-ঝিনুকের তৈরি পণ্য। কক্সবাজার, ৭ মে
উঠানে বোরো ধানমাড়াই শেষে সেখানেই সেদ্ধ করছেন গৃহিণী রাহেলা বেগম। বিজয়ঘাট গ্রাম, নন্দীগ্রাম, বগুড়া, ৭ মে
প্ল্যান সিট কেটে পণ্য তৈরির কাজে ব্যস্ত এক কারিগর। নিমতলা, নারায়ণগঞ্জ, ৭ মে
বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রিকশায় জড়সড় হয়ে গন্তব্যে যাচ্ছে একটি পরিবার। নয়াপল্টন, ঢাকা, ৭ মে