Thank you for trying Sticky AMP!!

গত কয়েক দিনে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। লেকের ঠান্ডা পানিতে স্বস্তি পেতে খেলায় মেতে উঠেছে দুই শিশু। হাতিরঝিল, ঢাকা। ১০ এপ্রিল

একঝলক (১০ এপ্রিল, ২০২১)

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মনিটরিং করতে নিত্যপণ্যের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১০ এপ্রিল, কারওয়ান বাজার, ঢাকা
রমজান সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে টিসিবির ট্রাকের সামনে মানুষের ভিড়। ১০ এপ্রিল, মুগদা, ঢাকা
আর কয়েক দিন পরে পার্বত্য চট্টগ্রামে ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সামাজিক উৎসব শুরু হচ্ছে। বিজু, বিষু, সাংগ্রাই, বিহু ও বৈসুক—ভিন্ন ভিন্ন নামে এ উৎসব পালিত হয় একই দিনে। এদিনের মূল খাবার ‘পাচন’ (পাঁচমিশালি সবজি) রান্নার উপকরণ কেনার ধুম পড়েছে রাঙামাটি শহরে। ১০ এপ্রিল, কল্যাণপুর, রাঙামাটি, চট্টগ্রাম
করোনার এ মহামারিতে বসে নেই কৃষকেরা। আগাম রোপা আমন ধান রোপণ করার জন্য বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ১০ এপ্রিল, কাঞ্চনমুড়ি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া
রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ, কিন্তু দূরপাল্লার বাস না চলায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। পিকআপ, মোটরসাইকেল করে রওনা দিচ্ছে মানুষ। আজকে সকালে গাবতলী থেকে তোলা। ১০ এপ্রিল, গাবতলি, ঢাকা
করোনা মহামারির এ সময় দেশে ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হচ্ছেন তরুণেরা। আইইডিসিআরের তথ্য অনুযায়ী, সম্প্রতি করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ৬৮ দশমিক ৮ শতাংশের বয়স ১৯ থেকে ৪৮ বছর। বিশেষজ্ঞদের মতে, নাকে–মুখে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি মেনে না চলাই এর মূল কারণ। কারওয়ান বাজার ঢাকা, ১০ এপ্রিল
লকডাউনে বইমেলার শেষ মুহূর্তে দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা বেড়েছে। আজ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ১০ এপ্রিল, ঢাকা
করোনার উপসর্গ নিয়ে অসুস্থ যোগেন রায় নগরীর পোস্তগোলা এলাকা থেকে মুগদা হাসপাতালে এসেছেন স্বজনদের সঙ্গে। হাসপাতালে ভর্তির অপেক্ষায় বাইরে বসে আছেন তিনি। মুগদা, ঢাকা, ১০ এপ্রিল
রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ। কিন্তু দূরপাল্লার বাস না চলায় বিপাকে পরে পিকআপ, মোটরসাইকেল বেছে নিয়েছেন অনেকে। আজ সকালে গাবতলী থেকে তোলা। গাবতলী, ঢাকা, ১০ এপ্রিল
করোনা মহামারির কারণে এবার সীমিত পরিসরে মঙ্গল শোভাযাত্রা হতে যাচ্ছে। চলছে পহেলা বৈশাখের শেষ সময়ের প্রস্তুতি। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ১০ এপ্রিল
স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার কথা থাকলেও রাজধানীর নিউমার্কেট এলাকার অনেক ক্রেতা-ব্যবসায়ীকে এ ব্যাপারে উদাসীন দেখা যায়। মিরপুর সড়ক, ঢাকা, ১০ এপ্রিল
বিপণিবিতান খুলে দেওয়ার পর ব্যাপক ক্রেতাসমাগম দেখা যায় রাজধানীর নিউমার্কেট এলাকায়। সারা দিনই ছিল যানজট। মিরপুর সড়ক, ঢাকা, ১০ এপ্রিল
গত কয়েক দিনে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। লেকের ঠান্ডা পানিতে স্বস্তি পেতে খেলায় মেতে উঠেছে দুই শিশু। হাতিরঝিল, ঢাকা। ১০ এপ্রিল