Thank you for trying Sticky AMP!!

একঝলক (১৯ মে ২০২২)

সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কের বেড়েছে দুর্ঘটনা। ৮ মে মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যাত্রী নিহত ও ২২ জন আহত হন
গত কয়েক দিনের গরমে বেড়ে গেছে ডাবের চাহিদা। সবচেয়ে ছোট আকৃতির ডাবটিও বিক্রি হচ্ছে ৬০ টাকা, যা ওপরে ১২০ টাকা পর্যন্ত। ট্রাফিক মোড়, পাবনা, ১৯ মে
টিনের নৌকায় জাল দিয়ে মাছ শিকার করছেন এক জেলে। আর বাঁশের খুঁটিতে বসে মাছ শিকারের জন্য অপেক্ষায় আছে একটি সাদাবুক মাছরাঙা পাখি। পদ্মা নদী, পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১৯ মে
বৃষ্টি নেই, কদিনের ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে খোলা আকাশের নিচে খেটে খাওয়া মানুষের। কাজের ফাঁকে কিছুক্ষণ পরপর পানি খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন কৃষকেরা। আহসান খালি বিল, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১৯ মে
জলাশয়ে ফুটে হেসে আছে শালুক ফুল। রাজবাঁধ, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১৯ মে
পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া সিলেট নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বেলা সাড়ে ১১টায় নগরের তেরো রতন, সিলেট, ১৯ মে
মুখপোড়া হনুমান। ছানা কোলে বনের ঝোপের ছায়ায় বসে রয়েছে রোদের তাপ থেকে বাঁচতে। কাপ্তাই ব্যাঙছড়ি, রাঙামাটির, ১৯ মে
মৌসুমি ফল দেশি আম। গ্রামীণ এক নারী নিজের বাগান থেকে আধা পাকা আম বিক্রির জন্য এসেছেন রাঙামাটি শহরের বনরূপা সমতাঘাটে। ক্রেতার অপেক্ষায় ঝুড়িভর্তি আম সাজিয়ে বসেছেন। বনরূপা সমতাঘাট, রাঙামাটি, ১৯ মে
গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়কের বিভিন্ন স্থানে যন্ত্র বসিয়ে ধানমাড়াইয়ের কাজ করছে। যন্ত্রের কারণে রাস্তার সিংহভাগ জায়গা আটকে যাওয়ায় যানবাহন চলাচলে মাঝেমধ্যে ঘটে দুর্ঘটনা। মইজদ্দিন মণ্ডলপাড়া, গোয়ালন্দের, ১৯ মে
গরমে স্বস্তি পেতে নদীতে গোসল করতে নেমে দুরন্তপনায় মেতেছে শিশুরা। বন্দর, নারায়ণগঞ্জ, ১৯ মে
রাত তিনটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী কাভার্ড ভ্যান সড়কের মাঝখানে উল্টে পড়ে। এতে শহরে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ৯টা ১০ মিনিটে অপসারণের পর যান চলাচল স্বাভাবিক হয়। বিজয় সরণি, ঢাকা, ১৯ মে
সুনামগঞ্জের ছাতক-সিলেট সড়ক চার দিন ধরে বন্যার পানিতে প্লাবিত হওয়ায় যান চলাচল বন্ধ আছে। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কালারুকা, ছাতক, সুনামগঞ্জ, ১৯ মে
কয়েক দিন ধরে বৃষ্টি। তাই পানি জমেছে সবখানেই। পরিত্যক্ত একটি কৃষিজমিতে জমে থাকা পানির মধ্যেই ফুটবল খেলায় মেতেছে একদল কিশোর। রংপুর নগরের নিয়ামত এলাকা থেকে তোলা, ১৯ মে
কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। মাটি কাটার কাজ করে ঘেমে একাকার মাসুদ। তেষ্টা মেটাতে খাচ্ছেন লেবুর শরবত। শানির দিয়ার, হিমাইতপুর, পাবনা, ১৯ মে
ঝড়ে বিদ্যুতের লাইনের ওপর উপড়ে পড়েছে গাছ। মৌলভীবাজারের বড়লেখা-শাহবাজপুর সড়কের বড়লেখা উত্তর চৌমোহনা এলাকায়। মৌলভীবাজার, সিলেট
সাপ্তাহিক হাট থেকে ফিরে বাঁশের ভেলায় মাইনী নদী পার হচ্ছেন ওপারের মানুষ। দীঘিনালার বাবুছড়া ঘাট, খাগড়াছড়ি ১৮ মে
সকাল থেকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে গরমের তীব্রতা। এই গরমে শ্রমজীবী মানুষের হাঁসফাঁস অবস্থা। সড়কের পাশে ওয়াসার পানিতে গলা ভিজিয়ে নিচ্ছেন রিকশাচালক। চকবাজার, চট্টগ্রাম, ১৯মে
হোটেলে সবজি কাটার কাজ করেন বেদানা বেগম। দৈনিক মজুরি পান ১০০ টাকা। কম দামে সবজি কেনা যায়, এমন খবর শুনে রাজধানীর কারওয়ান বাজারে আসেন তিনি। কিন্তু ফুটপাতের সবজির দাম বাড়তি হওয়ায় কিছু কিনতে না পেরে হতাশ এই প্রবীণ নারী। ১৯ মে
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২৫তম বার্ষিক জেলা কনভেনশন উপলক্ষে শোভাযাত্রা। জিইসি মোড়, চট্টগ্রাম, ১৯ মে
নীলফামারী জেলা সদর, ডোমার, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে ঘরবাড়ি বিধ্বস্ত। ছবিটি জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে তোলা, ১৯ মে
লিচুর বাম্পার ফলন হয়েছে, বেচাবিক্রিও ভালো। চাষি ও ব্যবসায়ীর মধ্যে দর-কষাকষি শেষে ট্রাকে তোলা হচ্ছে লিচু। দিনাজপুর শহরের গোর-এ-শহীদ ময়দানে লিচুর পাইকারি বাজার হতে তোলা, ১৯ মে
খালের ওপর যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় এবং পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে নগরে। ময়মনসিংহ নগরের নয়াপাড়া এলাকা, ১৯ মে
মুদ্রাবাজার ও পণ্যবাজারের অস্থিরতা এখন ছড়িয়েছে শেয়ারবাজারেও। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তিন কার্যদিবসে সূচকের পতন। মতিঝিল, ঢাকা, ১৭ মে
রাজধানীতে সকাল থেকেই ছিল তীব্র যানজট। ছিল অসহনীয় গরমও। গ্রীষ্মের এই দুপুরে ক্লান্ত হয়ে নিজের রিকশা ধরে ঘুম দিয়েছেন এই চালক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ১৯ মে
দীর্ঘক্ষণ যানজটে আটকে নাকাল রাজধানীবাসী। বনানী, ঢাকা, ১৯ মে