Thank you for trying Sticky AMP!!

একঝলক (২৪ জুন ২০২২)

ইউনুস শেখ ফরিদপুর শহরে রিকশা চালান। প্রতিদিন ভোরে শহরে এসেই পত্রিকা কিনে পড়েন। ১০ বছর ধরে এই অভ্যাস চালু রেখেছেন তিনি। গোয়ালচামট, ফরিদপুর, ২৪ জুন
বন্যার কবলে পড়েছে হবিগঞ্জের বেশ কয়েকটি উপজেলা। রাস্তাঘাট তলিয়েছে। চলাচল করতে কলাগাছ দিয়ে ভেলা তৈরি করছে শিশু-কিশোরেরা। আমিসরখানা, বানিয়াচং, হবিগঞ্জ, ২৪ জুন
বর্ষা মৌসুমে চাহিদা বেশি থাকায় নৌকা তৈরি করে রাখছেন কারিগর মোরশেদ শেখ। আকারভেদে একেকটি নৌকা ৮ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করবেন তিনি। পালডাংগী, সদর উপজেলা, ফরিদপুর, ২৪ জুন
অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে প্লাবিত মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকা। বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে উপজেলা সদরের জাঙ্গিরাই এলাকায় উঁচু রেললাইনের ওপর। সেখানে মাটির চুলায় কাদামাটি দিয়ে লেপে দিচ্ছে এক শিশু। ২৪ জুন
বন্যার কারণে বেড়েছে সবজির দাম। কৃষকেরাই প্রতি কেজি কাঁকরোল বিক্রি করছেন ২০ থেকে ২২ টাকায়। অথচ সাত দিন আগে দাম ছিল অর্ধেক। কৃষকদের কাছ থেকে এসব কাঁকরোল কিনে রাজধানীর কারওয়ান বাজারে পাঠাচ্ছেন পাইকারেরা। রাণীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৪ জুন
ফরিদপুরের চরাঞ্চলে এ বছর ভুট্টার ফলন ভালো হয়েছে। খেত থেকে ফসল তুলে এনে মাড়াই করেছেন কৃষকেরা। এখন বাড়ির পাশে সড়কে রোদে তা শুকানো হচ্ছে। গোলডাঙ্গী, সদর উপজেলা, ফরিদপুর, ২৪ জুন
বর্ষা এলেই চাহিদা বেড়ে যায় মাছ ধরার ফাঁদের। প্রতিটি ফাঁদ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৮০০ টাকা। কাঠের পুল, কসবা, ব্রাক্ষণবাড়িয়া, ২৪ জুন
আঘাত পেয়ে সড়কের পাশের নালায় পড়ে ছটফট করছিল শালিকটি। ইসমাইল নামের এক শ্রমিক পাখিটিকে দেখতে পেয়ে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। ডাকঘর সড়ক এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ২৪ জুন
একধরনের বুনো পোকার দেখা মিলেছে রাঙামাটি সদরের ফুরোমোন পাহাড়ের একটি গাছে। ২৪ জুন