Thank you for trying Sticky AMP!!

একঝলক (৫ মে ২০২২)

ট্রেনে উঠে গরমে অতিষ্ঠ যাত্রীরা। জানালা দিয়ে ফেরিওয়ালা কাছ থেকে হাতপাখা কিনে নিচ্ছেন যাত্রীরা। বগুড়া রেলওয়ে স্টেশন, বগুড়া , ০৫ মে
বোনারপাড়া থেকে সান্তাহারগামী লোকাল ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেকেই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছেন। বগুড়া রেলওয়ে স্টেশন, বগুড়া, ০৫ মে
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের ঢল। ঈদের ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকেরা। ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ডের কর্মী ও হোটেলমালিকেরা বলছেন, ঈদের ছুটির গত তিন দিনে সৈকত ভ্রমণে এসেছেন অন্তত পাঁচ লাখ পর্যটক। কক্সবাজার, ৫ মে
রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ৫০টি ব্যাচের আয়োজনে তিন দিনব্যাপী ক্রিকেট উৎসব চলছে। ঈদের দ্বিতীয় দিন বুধবার শুরু এই খেলা। খেলার একটি মুহূর্ত। রংপুর, ৫ মে
সকালের বৃষ্টিতে নগরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে ঘর থেকে বের হওয়া মানুষ। নালার ওপর জলাবদ্ধতা হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। ২ নম্বর গেট, চট্টগ্রাম নগর, ৫ মে
ঈদের ছুটি শেষ হলেও এখনো নগর ফাঁকা রয়েছে। সড়কে গাড়ি চলাচল কম। চট্টগ্রাম, ৫ মে
আফ্রিকার ফুল ঢাকার হাতিরঝিলে। ফুলটির নাম জাকারান্ডা। হাতিরঝিল, ঢাকা, ৪ মে
গাছে গাছে কৃষ্ণচূড়া ফুলে ভরে উঠছে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের দেখা পাচ্ছেন বেড়াতে আসা মানুষেরা। হাতিরঝিল, ঢাকা, ৪ মে
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে সাইকেল নিয়ে খেলছে এক শিশু। কলাবাগান, ঢাকা, ৫ মে
চিড়িয়াখানার ট্রেনে বেড়াতে আসা শিশুরা। জাতীয় চিড়িয়াখানা, ঢাকা, ৫ মে
ঈদের তৃতীয় দিন আজ বৃহস্পতিবারও মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় এক লাখের বেশি দর্শনার্থীর সমাগম ঘটেছে। মিরপুর, ৫ মে
ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেও রাজধানীর ব্যস্ত সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। রামপুরা, ৫ মে
ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর হাতিরঝিলে বিকেল গড়াতেই শিশুদের নিয়ে ঘুরতে আসেন দর্শনার্থীরা। হাতির ভাস্কর্যে খেলা করছে এক শিশু। ঢাকা, ৫ মে
ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ৫ মে
মহাসড়কে বেপরোয়া গতির কারণে বেশি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি। মোটরসাইকেল আরোহীর অনেকের মাথায় থাকে না হেলমেট। এমনকি দুজনের পরিবর্তে তিন-চারজন উঠে বসেন। নেই সচেতনতা। আজ সকালেও ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের প্রাণহানি ঘটে। লস্করপুর বাইপাস, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ৫ মে
ঈদ উপলক্ষে মাটির তৈরি খেলনার পসরা সাজিয়ে বসেছেন রমেন চন্দ্র পাল। সেখানে পছন্দের খেলনা কিনছেন ক্রেতারা। সাতমাথা এলাকা, বগুড়া, ৫ মে
ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে মহামায়া হ্রদে। অনেকেই হ্রদের পানিতে নৌকা চালিয়ে আনন্দে মেতেছেন। মহামায়া হ্রদ, মিরসরাই, ৫ মার্চ
কুয়াকাটা পর্যটনকেন্দ্রে ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়। পটুয়াখালী, ৫ মে
ঈদের দিন বৈরী আবহাওয়ার কারণে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি। তবে পরদিন ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকায় পদ্মা নদীর পাড়ে মানুষের ঢল নামে। এ সময় অনেকেই নৌকায় ও নাগরদোলায় চড়ে ঈদের আনন্দ উপভোগ করে। ফরিদপুর, ৩ মে