Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০১ এপ্রিল, ২০২০)

কর্মব্যস্ততা নেই পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায়। করোনাভাইরাস প্রতিরোধে চলছে লম্বা সাধারণ ছুটি। ঢাকা, ১ এপ্রিল। ছবি: আবদুস সালাম
করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে বাইরে বের হয়েছেন লোকজন। তাঁদের ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশের সদস্যদের। কবি নজরুল ইসলাম সড়ক, বগুড়া শহরের, ১ এপ্রিল। ছবি: ছবি: সোয়েল রানা
করোনাভাইরাসের কারণে লোকজনকে বাড়িতে থাকার অনুরোধ করেছে সরকার। তাই ঘরের জানালায় দাঁড়িয়ে প্রয়োজনীয় কথা সারছে দুজন। সবুজবাগ, খাগড়াছড়ি, ১ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
করোনা নিয়ে সচেতনতার পাশাপাশি কোম্পানির পণ্য বিক্রি করছেন তাঁরা। তাজমহল মোড়, ময়মনসিংহ, ৩১ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
না, ঢোকা যাবে না। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেওয়া হয়েছে বাঁশের বাধা। কে মানে? মোটরসাইকেলের পেছনে মুরগি বেঁধে নিয়ে যাওয়ার সময় সে বাধা উতরানোর চেষ্টা করছেন দুজন। স্বনির্ভর বাজার, খাগড়াছড়ি, ১ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
করোনার ঝুঁকি সত্ত্বেও সংসার চালাতে বাধ্য হয়ে বাইরে বেরিয়েছেন ফেরিওয়ালা। গোলাবাড়ি, খাগড়াছড়ি, ১ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
করোনা পরিস্থিতির মধ্যে তিন তরুণ সামাজিক দূরত্ব না মেনে গা–ঘেঁষাঘেঁষি করে বসেছেন। মহালছড়া, খাগড়াছড়ি, ১ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ ছুটিসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। গণপরিবহন বন্ধের পর সড়কে যানচলাচলও সীমিত। পুলিশের নজরদারিও রয়েছে এ ক্ষেত্রে। এ ছাড়া গাড়িতে চালক ও আরোহী মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে আছেন কি না, তাও দেখছেন পুলিশ সদস্যরা। খিলক্ষেত এলাকা, ঢাকা, ১ এপ্রিল। ছবি: সেলিম জাহিদ
করোনাভাইরাস সংক্রমণের পর থেকে জীবাণুমুক্ত করতে স্প্রের জন্য এসব পাইপের চাহিদা বেড়েছে। পণ্য জীবাণুমুক্ত করতে এসব স্প্রে পাইপ আগে ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও এখন প্রতিটি স্প্রে পাইপ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। চকবাজার এলাকা, বরিশাল, ১ এপ্রিল। ছবি: সাইয়ান
পুরো মার্কেট এলাকা বন্ধ। আশপাশের কোনো খাবারের হোটেলও খোলা নেই। বিড়ালটি পড়েছে বিপাকে। এলিফ্যান্ট রোড, ঢাকা, ১ এপ্রিল। ছবি: জাহিদুল করিম