Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০২ জুন ২০১৯)

ঈদ সালামির জন্য নতুন টাকার চাহিদা অনেক। তাই গুলিস্তানের ভ্রাম্যমাণ নতুন টাকার দোকানে ক্রেতাদের ভিড়। ঢাকা, ২ জুন। ছবি: দীপু মালাকার
সকালের মুষলধারে হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গুলিস্তান, ২ জুন। ছবি: দীপু মালাকার
সকালের আকাশ কালো মেঘে ঢাকা। এরপরই শুরু হয় বৃষ্টি। ধানগড়া এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২ জুন সকাল সাড়ে সাতটা। ছবি: সাজেদুল আলম
সকালের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। সেক্রেটারিয়েট রোড, আনন্দ বাজার, ২ জুন। ছবি: দীপু মালাকার
পুকুরের পানিতে ভেসে বেড়াচ্ছে এক ঝাঁক রাজহাঁস। ভূঁইয়ট গ্রাম, সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ১ জুন। ছবি: সাজেদুল আলম
সকালের রোদে জবা ফুলে বসেছে প্রজাপতি। পশ্চিম কাঁঠালতলি পাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২ জুন। ছবি: পলাশ বড়ুয়া
গাছে ঝুলছে জোড়া আম। বাইশবলদা এলাকা, পবা উপজেলা, রাজশাহী। ছবি: শহীদুল ইসলাম
পাহাড়ে এ বছর কাঁঠালের ফলন বেশ ভালো হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে কাঁঠালের দাম ভালো থাকলেও বর্তমানে বাজারে তেমন দাম নেই। প্রতিটি কাঁঠাল এখন আকার ভেদে বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। কয়েকজন শ্রমিক ট্রাকে তুলছেন কাঁঠাল। বোয়ালখালী নতুন বাজার পাইকারি হাট, দীঘিনালা, খাগড়াছড়ি, ১ জুন। ছবি: পলাশ বড়ুয়া
ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় গুলিস্তানের ভ্রাম্যমাণ দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। ঢাকা, ২ জুন। ছবি: দীপু মালাকার
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সঙ্গে প্রথম আলোর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর করেন সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। কারওয়ান বাজার, ঢাকা, ২ জুন। ছবি: আশরাফুল আলম