Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০২ ডিসেম্বর ২০১৮)

পার্বত্য চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় নানা সাজে মারমা মেয়েরা। শাপলা চত্বর সড়ক, খাগড়াছড়ি, ২ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
সিলেটের সুরমা নদীতে এখন স্রোত নেই বললেই চলে। নদীর মাঝখানে মাছ ধরতে বসেছেন একজন। টুকেরবাজার এলাকা, সিলেট সদর, ২ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
পাহাড়ি চেঙ্গী নদীর পারে ছোট আকারে বাণিজ্যিকভাবে সরিষার চাষ হচ্ছে। পড়ন্ত বিকেলে পাহাড়ি শিশুরা সরিষার খেতে ঘুরতে বেরিয়েছে। দক্ষিণ খবংপুড়িয়া এলাকা, খাগড়াছড়ি শহর, ১ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
কমতে শুরু করেছে বিলের পানি। সেই পানিতে মাছ শিকারের জন্য জাল ছুড়ছেন এক শৌখিন মৎস্যশিকারি। পাটুলিপাড়া, ভাঙ্গুরা, পাবনা, ১ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
শীতের শুরুতে বাজারে উঠেছে ডালের বড়ি। কালাই, মাষকলাই, খেসারি ও চালকুমড়ার তৈরি বড়ি প্রকারভেদে প্রতি কেজি ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। শরৎনগর হাট, ভাঙ্গুড়া, পাবনা, ১ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে বিজয় শোভাযাত্রা বের করা হয়। এতে মুক্তিযোদ্ধাসহ সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা সেজে অংশ নেওয়া একজন। রিকাবীবাজার, সিলেট, ১ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
মগবাজার-মৌচাক উড়ালসড়কে চলছে তিন চাকার ব্যাটারিচালিত রিকশা। উড়ালসড়কে এ ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। মালিবাগ, ঢাকা, ২ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে । মনোনয়নপত্র বাতিলের পর জেলা প্রশাসক কার্যালয়ে সেলফি তুলছেন তিনি। বগুড়া, ২ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
পাবনায় সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, ট্রাকের কাঠের গুঁড়িগুলো সড়কের পাশে থাকা শ্রমিকদের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। নুরপুর বাইপাস, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ২ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
সদ্য বিবাহিত বলিউড অভিনেতা রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। নিজেদের বিবাহোত্তর তৃতীয় রিসেপশনে দীপবীর বেছে নেন পাশ্চাত্য পোশাক। গত ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কেমোতে সিন্ধি ও কনকানি রীতি অনুযায়ী বিয়ে করেন দীপিকা-রণবীর। মুম্বাই, ভারত, ১ ডিসেম্বর, ২০১৮। ছবি: এএফপি
রাস্তার পাশে পাতা দিয়ে খেলনা তৈরি করছেন এক বিক্রেতা। ব্যাংকক, থাইল্যান্ড, ২ ডিসেম্বর, ২০১৮। ছবি: এএফপি
বিএনপির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রার্থী মীর সরফত আলী সপুকে আদালতে তোলা হচ্ছে। ১২ ফেব্রুয়ারির পল্টন থানার একটি মামলায় তাঁকে গতকাল শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। মুখ্য মহানগর হাকিম আদালত, ২ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে আদলতে তোলার সময় বিএনপির কর্মী-সমর্থকেরা তাকে ঘিরে স্লোগান দেন। গতকাল শনিবার তাঁকে মোহাম্মদপুর থানার পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মুখ্য মহানগর হাকিম আদালত, ২ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
পল্টন থানায় গ্রেপ্তার হওয়া ফিরোজ আহমেদকে আদালত থেকে কারাগারে পাঠানোর সময় কান্নায় ভেঙে পড়েন বোন রুনা আক্তার। রুনার অভিযোগ, দুই মাস আগে গ্রেপ্তার হওয়া তাঁর ভাইকে গতকাল রাতে আরেকটি মামলা দিয়ে আদালতে হাজির করা হয়। মুখ্য মহানগর হাকিম আদালত, ২ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
ঐতিহাসিক পার্বত্য চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। জেলা পরিষদ এলাকা, খাগড়াছড়ি, ২ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
সিলেট-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সিলেটে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন তিনি। এ সময় তিনি অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন। জেলা প্রশাসক কার্যালয়, সিলেট, ২ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
রেললাইনের দুপাশে রেলপথ প্রশস্ত করার লক্ষ্যে কাটা হচ্ছে গাছ। ইতিমধ্যে বেশ কিছু ছোট-বড় গাছ কাটা পড়েছে। বনানী, ঢাকা, ২ ডিসেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন
সবুজায়নের লক্ষ্যে রাজধানীর পদচারী-সেতুগুলোতে লাগানো হয়েছিল ফুলের গাছ। কিন্তু অযত্ন-অবহেলায় গাছগুলো মরে গেছে। মহাখালী, ঢাকা, ২ ডিসেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন
রাজধানীর পদচারী সেতুর সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছিল ফুলের গাছ। ঠিকমতো পানি না দেওয়া ও যত্নের অভাবে বেশির ভাগ গাছগুলোর অবস্থা এখন এমন। মিরপুর ১ এলাকা, ২ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম