Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০২ মে, ২০২০)

কাঁচাবাজারে মানুষের চলাচল সব সময় বেশি থাকায় প্রবেশ মুখে বসানো হয়েছে জীবাণুনাশক ফটক। করোনাভাইরাসের জীবাণু থেকে রক্ষা পেতে এই ফটকের মধ্যে সারাক্ষণ ছিটানো হচ্ছে জীবাণুনাশক। মিরপুর ১, ঢাকা, ২ মে। ছবি: আশরাফুল আলম
করোনাভাইরাসের বিস্তারের কারণে মানুষ ঘরবন্দী। খেতে কৃষকের ধান পেকে গেছে। যশোরে ধান কেটে দিচ্ছেন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। মনিরামপুর উপজেলা, যশোর, ১ মে। ছবি: এহসান উদ দৌলা
একে তো করোনার সংক্রমণের ভয়। তারওপর বৃষ্টি। তবু ঘরে থাকায় উপায় নেই এই সবজিবিক্রেতার। ২ মে, মোহাম্মদপুর, ঢাকা। ছবি মানসুরা হোসাইন
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রস্তুত দেশের বৃহত্তম করোনা আইসোলেশন সেন্টার। এখানকার ট্রেড সেন্টারে ছয় ক্লাস্টারে ১ হাজার ৪৮৮টি বেড রয়েছে। শিগগিরই উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা, ২ মে। ছবি: আবদুস সালাম
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বন্ধ করা হয়েছে সব ধরনের নৌচলাচল। দীর্ঘদিন লঞ্চঘাটে মানুষের চলাচল না থাকায় পল্টুনের ওপর মরিচা ধরেছে। সদরঘাট, ঢাকা, ২ মে। ছবি: আশরাফুল আলম
অসহায় মানুষের জন্য প্রতিদিন ইফতারের আয়োজন করে মজার ইসকুল নামের একটি সামাজিক সংগঠন। সামাজিক দূরত্ব মেনে ইফতারের অপেক্ষায় আছে ছিন্নমূল মানুষেরা। সদরঘাট, ঢাকা, ২ মে। ছবি: আশরাফুল আলম
করোনা আক্রান্ত ৮ জন রোগী মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আজ বাড়ি ফিরেছেন। তাদের হাততালি নিয়ে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ছবি: প্রথম আলো