Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০৪ জানুয়ারি ২০১৯)

নোয়াখালীর সুবর্ণচরে নারীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানবন্ধন। রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৪ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
প্লাস্টিক বর্জ্যের ভেলায় করে খাল পার হচ্ছে শিশুরা। এই ভেলায় চড়া তাদের কাছে এক ধরনের খেলাও। লালবাগ বেড়িবাঁধ এলাকা, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
হাওরগুলোতে চলছে বোরো রোপণের কাজ। সকালের নরম আলোয় একা দাঁড়িয়ে গরুটি। বাকগুল হাওর, সদর, সিলেট, ৪ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
গাঁদা ফুলের হলদে হাসি। ধাওয়াকোলা গ্রাম, সদর উপজেলা, বগুড়া, ০৪ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
খেজুরের মিঠা রস খেতে এসেছে কাঠঠোকরা। পশ্চিম খাবাসপুর, সদর উপজেলা, ফরিদপুর, ৪ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান।
শীতের সকালে প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদার পাড়ে শিকারের অপেক্ষায় বসে আছে বক। দেওয়ানজিরঘাট, উরকিরচর ইউনিয়ন, রাউজান উপজেলা, চট্টগ্রাম, ৩ জানুয়ারি। ছবি: এস এম ইউসুফ উদ্দিন
এবার চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার এলাকায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। এখানকার খেত থেকে টমেটো তুলে তা সরাসরি বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। আকারভেদে প্রতি কেজি টমেটোর দাম ১২ থেকে ১৮ টাকা। আনন্দবাজার, হালিশহর, চট্টগ্রাম, ৩ জানুয়ারি। ছবি: জুয়েল শীল
সিলেটের হাওরগুলোতে চলছে বোরো রোপণের কাজ। সাতসকালে বীজতলা থেকে হালিচারা তুলছেন কৃষক। বাকগুল হাওর, সদর, সিলেট, ৪ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
আগামী ৬ জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় শুরু হচ্ছে ১৭ তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের বাছাই গণিত উৎসব ২০১৯। ডাচ্ বাংলা ব্যাংক ও প্রথম আলো আয়োজিত এই উৎসবে অংশ নিতে নিবন্ধন করছে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। প্রথম আলো আঞ্চলিক কার্যালয়, পাবনা, ৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
ঘরে এগুলো যেমন সাজিয়ে রাখা যায়, তেমনি ছোটরা মজা করে খেলে থাকে। চীন থেকে এসেছে এই লাইটিং শো পিস। বিক্রি হচ্ছে খুব। লালন শাহ্ মঞ্চ, রাজশাহী, ৪ জানুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
গোলাপের রক্তিম আভায় শীতের জড়তা ম্লান। ধাওয়াকোলা গ্রাম, সদর উপজেলা, বগুড়া, ০৪ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
এই খাল গিয়ে বুড়িগঙ্গার সঙ্গে মিলেছে। পারে আবর্জনার স্তূপ। সেখানে কুকুর নিয়ে খেলছে শিশুরা। ইসলামবাগ, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
পাবনায় জোড়া মাথা নিয়ে জন্ম নেওয়া রাবেয়া-রোকাইয়াকে চিকিৎসার জন্য হাঙ্গেরি নেওয়া হচ্ছে। শুক্রবার রাতে রাবেয়া-রোকাইয়াসহ ছয়জন হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা হবেন। বার্ন ইউনিটের কেবিনে রাবেয়া-রোকাইয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ৪ জানুয়ারি। ছবি: আবদুস সালাম