Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০৪ জুলাই , ২০২০)

বিকেলে হাতিরঝিলের পাড়ে শিশুরা মেতেছে ঘুড়ি ওড়ানোয়। করোনার সংক্রমণের সময় যদিও এভাবে বের হওয়া ঝুঁকিপূর্ণ। কুনিপাড়া, হাতিরঝিল, ঢাকা, ৩ জুলাই। ছবি: দীপু মালাকার
করোনা পরিস্থিতির জন্য সারা দেশে কমে এসেছে পণ্য পরিবহন। তাই তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে পার্কিংয়ের জায়গা নেই। সড়ক দখল করেও ট্রাক, পিকআপ ভ্যান রাখা হচ্ছে। সাতরাস্তা, ঢাকা, ৩ জুলাই। ছবি: দীপু মালাকার
ছুটির দিনে কেনাকাটার ভিড় বেড়েছে রাজধানীর নিউমার্কেট ও গাউছিয়া মার্কেট এলাকায়। সৃষ্টি হচ্ছে যানজট। থাকছে না সামাজিক দূরত্বের নিয়ম। বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। গতকাল বিকেল চারটায় গাউছিয়া মার্কেটসংলগ্ন শহীদজননী জাহানারা ইমাম সরণিতে। ছবি: সাইফুল ইসলাম
পাকিস্তানের এক সবজিবিক্রেতা সকাল সকাল দোকান খোলার আগে আজকের পত্রিকা দেখে নিচ্ছেন। করাচি, পাকিস্তান, ৪ জুলাই। ছবি: এএফপি
শ্বাসকষ্ট নিয়ে মুগদা থেকে মনোয়ারাকে করোনা পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসে নাতি আইয়ান ও পারভেজ (লাল গেঞ্জি)। দীর্ঘক্ষণ অপেক্ষার পর শ্বাসকষ্ট বাড়তে থাকায় হাসপাতালের মূল ফটকের সামনে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাঁকে চিকিৎসার জন্য স্ট্রেচারে করে ভেতরে নেওয়া হয়। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা, ৪ জুলাই। ছবি: আশরাফুল আলম
হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি। এ বৃষ্টি থেকে রক্ষা পেতে রিকশায় আশ্রয় নিয়েছেন চালক। এই ফাঁকে আয় কত হলো গুনে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ৪ জুলাই। ছবি: আশরাফুল আলম
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে যানবাহন চলাচল কম থাকায় ফাঁকা সড়ক পেয়ে খেলায় মেতেছে কিশোর-কিশোরীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ৪ জুলাই। ছবি: আশরাফুল আলম