Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০৫ ডিসেম্বর ২০১৮)

মাছের খোঁজে ডোবার পানিতে ঘুরঘুর করছে এক বক। দিঘী গ্রামে, সদর উপজেলা, মানিকগঞ্জ, ৫ নভেম্বর। ছবি: আব্দুল মোমিন
গোধূলির আলোয় পুরুষ্টু ধানের শিষ। নীলগাঁও, সিলেট সদর, ৪ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
বন্ধ দোকানের সামনে চিনির বস্তার স্তূপের ওপর বিশ্রাম নিচ্ছেন এক শ্রমিক। অপেক্ষা করছেন বিপণিকেন্দ্রের কার্যক্রম শুরুর জন্য। করাচি, পাকিস্তান, ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
মিয়ানমারে রোহিঙ্গাদের প্রতি অন্যায় আচরণের প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ হয়। জাকার্তায় মিয়ানমারের দূতাবাসের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেন এক নারী। জাকার্তা, ইন্দোনেশিয়া, ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
পানিতে নেমে গা পরিষ্কার করে নিচ্ছে এক কালো হাঁস। মেলবোর্ন, অস্ট্রেলিয়া। ছবি: এএফপি
সান্তা ক্লজের সাজে একদল শিশু। চেন্নাই, ভারত, ৫ ডিসেম্বর। ছবি: এএফপি
ভারতে এক ধর্মীয় উৎসব উপলক্ষে সাজানো হয়েছে হাতির দলকে। কচি, কেরালা, ভারত, ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
রাজপরিবার আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাজবধূ ক্যাথরিন। বাকিংহাম প্যালেস, লন্ডন, যুক্তরাজ্য, ৪ ডিসেম্বর। ছবি: রয়টার্স
ভোরবেলায় সেতুর ওপর বসে আছে পাখির দল। ফ্রাঙ্কফুর্ট, জার্মানি, ৫ ডিসেম্বর। ছবি: এএফপি
ব্যালে নাচের একটি মুহূর্ত। নাইরোবি, কেনিয়া, সাম্প্রতিক ছবি। ছবি: এএফপি
বাংলামোটরের লিংক রোডের একটি বাড়িতে এক বাবা তাঁর দুই শিশুসন্তানকে ‘জিম্মি’ করে রেখেছেন—এমন সংবাদে বুধবার সকালে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। বাড়ির সামনে উৎসুক জনতার ভিড়। ঢাকা, ৫ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
বাংলামোটরের লিংক রোডের একটি বাড়িতে এক বাবা তাঁর দুই শিশুসন্তানকে ‘জিম্মি’ করে রেখেছেন—এমন সংবাদে বুধবার সকালে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। দুপুরে বাড়ির ভেতর থেকে এক শিশু এবং তার ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আটক করা হয় শিশুদের পিতা নুরুজ্জামান কাজলকে। তাঁকে থানায় নিয়ে যাচ্ছেন পুলিশের সদস্যরা। বাংলামোটর, ঢাকা, ৫ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের অবস্থান কর্মসূচি চলছে। বুধবার অধ্যক্ষের বরখাস্তসহ ছয়টি দাবিতে প্রতিষ্ঠানের ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়। বেইলি রোড, ঢাকা, ৫ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী ‘হত্যা’র বিচার চায় এই খুদে শিক্ষার্থী। বুধবার অধ্যক্ষের বরখাস্তসহ ছয়টি দাবিতে প্রতিষ্ঠানের ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়। বেইলি রোড, ঢাকা, ৫ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম