Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০৬ মার্চ ২০১৮)

জাতীয় প্রেসক্লাব থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে ধরে নিয়ে যান ডিবি পুলিশের সদস্যরা। তখন তাঁরা এভাবেই অস্ত্র প্রদর্শন করেন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৬ মার্চ। ছবি: সাজিদ হোসেন
ফুটে আছে ফুটফুটে কসমস। এই ফুলের অন্য নাম মেক্সিকান এস্টার। রমনা পার্ক, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
চট্টগ্রাম চিড়িয়াখানায় যোগ হলো নতুন ছয়টি জেব্রা। দক্ষিণ আফ্রিকা থেকে আনা জেব্রাগুলো মঙ্গলবার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। চট্টগ্রাম, ৬ মার্চ। ছবি: সৌরভ দাশ
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির মুখোশ পরে ঘুরছেন তাঁর এক সমর্থক। গত ৪ মার্চ দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। রোম, ইতালি, ৫ মার্চ। ছবি: রয়টার্স
এক থোকা পলাশ ফুল। পলাশ বসন্তের ফুল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ৪ মার্চ। ছবি: মোছাব্বের হোসেন
গাছে গাছে এমন করে বাদুড় থাকায় যশোরের সিরাজসিঙ্গা গ্রাম এখন বাদুড়ের গ্রাম হিসেবে পরিচিত। রামনগর, যশোর, ৫ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা
দলে দলে কাদায় খাবার খুঁজছে ফ্লেমিঙ্গো। আলবুফেরা ন্যাশনাল পার্ক, স্পেন, ৫ মার্চ। ছবি: রয়টার্স
চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিএনপি। এ সময় তোপখানা রোড়ে যানজটের সৃষ্টি হয়। ঢাকা, ৬ মার্চ। ছবি: হাসান রাজা
দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা উপদেষ্টা ও গোয়েন্দাপ্রধানসহ বিশেষ দূতদের প্রতিনিধিদলের সঙ্গে ভোজসভায় উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন (টেবিলের কেন্দ্রে ডান থেকে দ্বিতীয়)। ২০১১ সালে উত্তর কোরিয়ার নেতা হওয়ার পর এই প্রথম সিউলের সবচেয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন কিম। কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয় টেবিলে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে ছবিটি ৫ মার্চ প্রকাশ করা হয়। ছবি: এএফপি
মাছ ধরতে ঘাপটি মেরে বসে আছে মাছরাঙাটি। পৃথিবীতে প্রায় ১১৪ প্রজাতির মাছরাঙার হদিস মিলেছে। জয়রা, মানিকগঞ্জ সদর, ৫ মার্চ। ছবি: আব্দুল মোমিন
শিশু কোলে ত্রাণসামগ্রীর অপেক্ষায় এক মা। ক্যাম্পে থাকা রোহিঙ্গারা প্রতিদিন এভাবেই ত্রাণ সংগ্রহ করে থাকে। পতিবনিয়া, উখিয়া, কক্সবাজার, ৬ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশ
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন। এর আগে তাঁরা মৌন মিছিল করেন। সিলেট, ৬ মার্চ। ছবি: আনিস মাহমুদ
কুমিল্লা-সিলেট মহাসড়কের পিচ উঠে গেছে অনেক আগেই। খানাখন্দে ভরা সড়কে যানবাহন চালাতে বিপাকে পড়ছেন চালকেরা। পীরবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া, ৬ ফেব্রুয়ারি। ছবি: শাহাদৎ হোসেন
৭ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বাংলাদেশ আওয়ামী লীগ। আগের দিন মঙ্গলবার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে ডগ স্কোয়াড নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সেনাবাহিনীর সদস্যরা। ঢাকা, ৬ মার্চ। ছবি: সাইফুল ইসলাম
চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। আমদানি করছেন রমজানের বিভিন্ন খাদ্যপণ্য। পাইকারি দরে ছোলা বিক্রি করছেন একজন। খাতুনগঞ্জ, চট্টগ্রাম, ৬ মার্চ। ছবি: জুয়েল শীল
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউডার চারুকলা বিভাগ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে শুরু হয়েছে শত নারীর শিল্পকর্ম প্রদর্শনী। চিত্রকর্ম ঘুরে দেখছেন একজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা, ৬ মার্চ। ছবি: সাইফুল ইসলাম
‘সমমর্যাদার সাথে নারীর জীবনের পরিবর্তনের এখনই সময়’ শীর্ষক আর্ট ক্যাম্পে ছবি আঁকতে ব্যস্ত শিল্পীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে এই কর্মযজ্ঞ। চট্টগ্রাম, ৬ মার্চ। ছবি: সৌরভ দাশ
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা। তাঁদের অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, ৬ মার্চ। ছবি: হাসান মাহমুদ
গাছের ইংরেজি নাম ‘হিমালয়ান মিমোসা’। বাংলাদেশে বড় লজ্জাবতী নামে পরিচিত। সেই গাছে ধরেছে অগণিত ফুল। করেরহাট, মিরসরাই, চট্টগ্রাম, ৬ মার্চ। ছবি: ইকবাল হোসেন
জাতীয় দিবস ও পাটপণ্য মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, ৬ মার্চ। ছবি: ফোকাস বাংলা