Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০৬ মে, ২০২০)

খাদ্য সহায়তার আশায় ফুটপাতে বসে আছেন ষাটোর্ধ্ব মলিয়া খাতুন। মৎস্য ভবন এলাকা, ঢাকা, ৬ মে। ছবি: আবদুস সালাম
রাজধানীর বাজারগুলোতে সাধারণ মানুষের ভিড়। করোনাভাইরাস প্রতিরোধে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। শান্তিনগর বাজার, ঢাকা, ৬ মে। ছবি: আবদুস সালাম
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন খেটেখাওয়া মানুষ। কষ্টে আছেন ছিন্নমূল মানুষও। যাত্রী ছাউনিতে ঘুমিয়ে আছেন কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ৬ মে। ছবি: আবদুস সালাম
ফুটপাতে শুয়েছিলেন অসুস্থ সুমন (৪০)। করোনায় সংক্রমিত সন্দেহে কেউ তাঁর কাছে যাওয়ার সাহস করছিলেন না। পরে একটু সুস্থ বোধ করায় সুমন নিজেই সেখান থেকে চলে যান। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ৬ মে। ছবি: আবদুস সালাম
রাস্তাঘাটে লোকজনের জটলা। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এলিফ্যান্ট রোড, ঢাকা, ৬ মে। ছবি: আবদুস সালাম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কোভিড-১৯ রোগের পরীক্ষার রিপোর্ট নিতে এসেছে অনেকে। এ সময় মানা হচ্ছিল না সামাজিক দূরত্ব। ঢাকা, ৬ মে। ছবি: আবদুস সালাম
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্র চীনের উহান শহরের একটি উচ্চ বিদ্যালয়ে সামাজিক দূরত্ব মেনে প্রবেশ করেছে বড় শিক্ষার্থীরা। করোনা ঝড় থামার পর সেখানে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে আসছে। খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। উহান, হুবেই প্রদেশ, চীন, ৬ মে। ছবি: এএফপি
করোনা সংকটের সময় ট্রান্সজেন্ডারদের মধ্যে ইফতারসামগ্রী আর নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করে গিফট ফর গুড নামের একটি সংগঠন। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা, ৬ মে। ছবি: আশরাফুল আলম
লকডাউন উপেক্ষা করে ঈদ সামনে রেখে রাস্তায় বসেছেন হকার। কিন্তু সারা দিনে কোনো ক্রেতার দেখা মেলেনি। গুলিস্তান, ঢাকা, ৬ মে। ছবি: আশরাফুল আলম
বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বিতরণ শেষ হয়ে গেছে। কিন্তু গেটে ভিড় করছেন ত্রাণ না পাওয়া অনেক দুস্থ মানুষ। তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে বোঝানোর চেষ্টা করছেন আয়োজকদের একজন। রাজধানীর পুরান ঢাকার ঢাকা কলেজিয়েট স্কুলের ২০০৭ ব্যাচের পক্ষ থেকে নিম্ন আয়ের ১২০ পরিবারকে আজ বুধবার দুপুরে খাদ্যসহায়তা দেওয়া হয়। ছবি: দীপু মালাকার