Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০৭ মে, ২০২০)

হকাররা ফুটপাতে পণ্যের পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকা, ঢাকা, ৭ মে। ছবি: আবদুস সালাম
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় ৫৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশ অমান্য ও জনসমাগম করায় ৯৮ টি মামলা দায়ের হয়েছে। মোট জরিমানা করা হয়েছে এক লাখ ২৮ হাজার সাত শ টাকা। ঢাকা মহানগর ও জেলা পুলিশ অভিযানে সহায়তা করে। এ ছাড়া ৩৩৩ নম্বরে ফোন ও খুদেবার্তায় অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় দু শ, দোহার উপজেলায় কিন্ডারগার্টেনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চার শ, মধ্যবিত্ত ৮০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
অনেক এলাকায় খুলেছে দোকানপাট। বিজয়নগর, ঢাকা, ৭ মে। ছবি: আবদুস সালাম
পৃথিবীর মাটিতে একদা সদর্পে বিচরণ করত যে অতিকায় ডাইনোসর, নির্মোহ সময় তাকেও মুছে ফেলেছে । এখন মানবজাতির সামনে আরেক কঠিন সময় করোনা। ডাইনোসরের মতো বিশাল প্রাণীর প্রতিমূর্তির মুখে মাস্ক এঁটে বোঝানো হয়েছে যে এই জীবাণুরোধী সুরক্ষা উপকরণটি কত জরুরি। রিপলির বিলিভ ইট অর নট মিউজিয়াম, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৬ মে। ছবি: রয়টার্স
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় তেলাপিয়ারসহ বিভিন্ন মাছ নিয়ে বসেছেন বিক্রেতা। হাতিরপুল, ঢাকা, ৭ মে। ছবি: সাদিয়া মাহ্জাবীন
ঘরবন্দী জীবনে মানুষের অবসর বেড়েছে। বিক্রেতারা বলছেন, এ সময় বেড়েছে মেহেদি পাতার চাহিদা। ভ্যানে বিক্রি হচ্ছে মেহেদি। মোহাম্মদপুর, ঢাকা, ৬ মে। ছবি: মানসুরা হোসাইন
থাইল্যান্ডে করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকায় কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। ফলে খুলে দেওয়া হয়েছে রেস্তোরাঁ। কিন্তু সেখানে খেতে গিয়ে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় এই জন্য টেবিলের মাঝে দেওয়া হয়েছে স্বচ্ছ দেয়াল। গতকাল দেশটির রাজধানী ব্যাংককে। ছবি: রয়টার্স
সারা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এরপরও স্বাস্থ্য সুরক্ষার কোনো নিয়ম মানা হচ্ছে না। হাটবাজারে মানুষের ভিড় যেন প্রতিদিনের চিত্র। বাড়ছে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি। গতকাল সকাল সাতটায় চট্টগ্রাম নগরের ফিশারিঘাটের নতুন মাছবাজারে। ছবি: সৌরভ দাশ
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষ। অলস দুপুরে একটু ঘুমিয়ে নিচ্ছেন একজন। কার্জন হল এলাকা, ঢাকা, ৭ মে। ছবি: আবদুস সালাম
নিউমার্কেট এলাকায় মার্কেটের পাশাপাশি হকারদের দোকানও বন্ধ। ঢাকা, ৭ মে। ছবি: আবদুস সালাম