Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০৮ জুন ২০১৯)

কাঁঠালের ভরা মৌসুম চলছে। বেশি দাম পাওয়ার আশায় পাহাড়ের দূর এলাকা থেকে নদীপথে রাঙামাটি শহরে বাগানিরা কাঁঠাল বিক্রি করতে এসেছেন। বনরুপার সমতাঘাট সাপ্তাহিক হাট, কাপ্তাই হ্রদ, রাঙামাটি শহর। ছবি: সুপ্রিয় চাকমা
লালমাথা ডোরাকাটা হলদেপিঠ কাঠঠোকরা খাওয়ার জন্য পোকা খুঁজে বেড়াচ্ছে গাছে। নতুনপাড়া এলাকা, রাঙামাটি শহর, ৮ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
ঈদের ছুটি এখনো অনেকের শেষ হয়নি। প্রিয়জনদের সঙ্গে দেখা করতে বা বেড়াতে যাওয়ার সময় সঙ্গে কিনে নিয়ে যাচ্ছেন মৌসুমি ফল লিচু। দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী, ৮ জুন। ছবি: এম রাশেদুল হক
পোকামাকড় খুঁজছে দেশি মোরগ। দীঘিনালা দিঘি, খাগড়াছড়ি, ৮ জুন। ছবি: পলাশ বড়ুয়া
এই যে উড়াল দিল চড়ুইটি। বোয়ালখালী বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ৮ জুন। ছবি: পলাশ বড়ুয়া
ঈদ উৎসবে বেড়াতে আসা লোকজন ভিড় জমিয়েছেন রাঙামাটির ঝুলন্ত সেতুতে। ৭ জুন, ছবি: সুপ্রিয় চাকমা
গ্রাম বাংলায় বেশ জনপ্রিয় লাঠি খেলা। ঈদকে ঘিরে সেই লাঠি খেলা উৎসব জমে উঠেছে দেশের অনেক এলাকায়। ভবানীপুর বাজার, আত্রাই উপজেলা, নওগাঁ, ৭ জুন। ছবি: প্রথম আলো
এক পাহাড়ি নারী খেত থেকে ফসল তুলে বিক্রির জন্য রাঙামাটি শহরে যাচ্ছেন। সাপছড়ি মধ্যপাড়া, রাঙামাটি সদর, রাঙামাটি, ৭ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
বৃষ্টির পানিতে জমে জমিতে মিলছে বিভিন্ন ধরনের ছোট মাছ। সেই পানিতে দাড়কি ফেলে মাছ ধরছেন কৃষক ফরিদুল ইসলাম। দড়িমুকুন্দ, শাহবন্দেগী, শেরপুর, বগুড়া, ৮ জুন। ছবি: সবুজ চৌধুরী
খেতের বেগুনগাছ পোকামাকড় থেকে রক্ষায় কীটনাশক প্রয়োগ করছেন কৃষক। তাঁইড়পাড়া, খামারকান্দি, শেরপুর, বগুড়া, ৮ জুন। ছবি: সবুজ চৌধুরী