Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০৮ নভেম্বর ২০১৭)

বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গাছের গুঁড়িতে খেলছেন শিশুরা। সালমানপুর, কোটবাড়ি, কুমিল্লা, ৮ নভেম্বর। ছবি: এমদাদুল হক
মাচায় ঝুলছে চাল কুমড়া। চুড়ামনকাঠি গ্রাম, যশোর সদর, ৮ নভেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা
খাগড়াছড়ির মাইনী নদীর বেইলি সেতুটি মেরামতের জন্য অনেক দিন ছিল বন্ধ। বুধবার সেতুটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। দীঘিনালা, খাগড়াছড়ি, ৮ নভেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
চুপটি বসে আছে এক ঘাসফড়িং। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
ঘুড়ি আর নাটাই নিয়ে বেড়িয়ে পড়েছে শিশুরা। মোল্লারগাঁও, সিলেট সদর, ৮ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ।
তুষারে ঢেকে গেছে গির্জা। টুলফেস, অস্ট্রিয়া, ৭ নভেম্বর। ছবি: রয়টার্স
নাগা ভাস্কর্যের বেদিতে ঘুমাচ্ছেন এক নারী। নমপেন, কম্বোডিয়া, ৭ নভেম্বর। ছবি: এএফপি
বুধবার ‘অপো এফ৫’ মডেলের নতুন স্মার্টফোন বাজারে ছাড়া হলো। লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। নিকুঞ্জ, এয়ারপোর্ট সড়ক, ৮ নভেম্বর। ছবি: সাইফুল ইসলাম
কাছ থেকে দেখা একটি ফড়িং। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
গবাদি পশুর জন্য রিকশা-ভ্যানে খড় নিয়ে যাচ্ছে শিশুরা। কান্দিগাঁও, সিলেট সদর, ৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
আলুর খেতে গজিয়েছে আগাছা। আগাছা পরিষ্কারে ব্যস্ত চাষিরা। লাহিড়ীরহাট, রংপুর সদর, ৭ নভেম্বর। ছবি: মঈনুল ইসলাম
অক্টোবর বিপ্লব উপলক্ষে রাশিয়ার কমিউনিস্ট পার্টি আয়োজিত মিছিলে অংশ নেওয়া এক তরুণী। মস্কো, রাশিয়া, ৭ নভেম্বর। ছবি: রয়টার্স
খেত থেকে বাঁধাকপি তুলছেন শ্রমিকেরা। যশোর সদর, ৮ নভেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা
রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোসিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের আয়োজনে মানবাধিকার কর্মী সুলতানা কামালকে সম্মাননা প্রদান অনুষ্ঠান। ঢাকা, ৮ নভেম্বর। ছবি: হাসান রাজা
বোরো চাষের জন্য বীজতলা প্রস্তুত করছেন কৃষক। মোহাম্মদপুর, ফরিদপুর সদর, ৮ নভেম্বর। ছবি: আলীমুজ্জামান
ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত কৃষকেরা। নাটোরের গুরুদাসপুর উপজেলায় এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৬১৪ মেট্রিক টন। চাপিলা, গুরুদাসপুর, নাটোর, ৮ নভেম্বর। ছবি: আনিসুর রহমান
মাঠের কাজ শেষে গবাদিপশুর জন্য ঘাস কেটে ঘরে ফিরছেন কৃষকেরা। পাকশী ইপিজেড, ঈশ্বরদী, পাবনা, ৮ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
পুরান ঢাকার অন্যতম পুরাকীর্তি লালকুঠি বা নর্থব্রুক হল। অনিন্দ্য পুরাকীর্তিটি বেহাল। প্রত্নস্থলে ফেলে রাখা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্মাণসামগ্রী। ফরাশগঞ্জ, ঢাকা, ৮ নভেম্বর। ছবি: আবদুস সালাম