Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০৮ ফেব্রুয়ারি ২০১৯)

বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নেয় শিশু–কিশোরেরাও। বাংলামোটর, ঢাকা, ৮ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
পছন্দের বই বেছে নিচ্ছে দুই শিশু। বইমেলা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৮ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
সড়কের পাশে দাঁড়িয়ে বড় পর্দায় বিপিএলের ফাইনাল খেলা দেখছে সাধারণ মানুষ। ফাইনালে মুখোমুখি ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। বড় মগবাজার, ঢাকা, ৮ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
নজরকাড়া ডালিয়া ফুল। পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুড়া, ০৮ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
অমর একুশে গ্রন্থমেলায় প্রথম শিশুপ্রহর। এসেছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৮ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
আপনজনের কাঁধে চড়ে মেলায় ঘুরছে শিশুটি। বইমেলা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৮ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
পাহাড়ে এখন লেবুর ফলন কম। দামও তাই একটু বেশি। বাগান থেকে লেবু নিয়ে বিক্রির জন্য ঝুড়িতে ভরছেন এই নারী। কামিলাছড়ি আগরবাগান, রাঙামাটি সদর, ৮ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
মাছ ধরতে কাপ্তাই হ্রদে নেমেছে বক পাখিটি। আসামবস্তি এলাকা, রাঙামাটি, ৮ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
আঞ্চলিক গণিত উৎসবে ব্যস্ত এক প্রতিযোগী। ফরিদপুর উচ্চ বিদ্যালয়, ফরিদপুর, ৮ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
আঞ্চলিক গণিত উৎসবে বগুড়ার এক প্রতিযোগী। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া, ০৮ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
‘নারী ও শিশু নির্যাতন রুখবো আমরা’ এই প্রত্যয় নিয়ে রাজধানীর হাতিরঝিলে বাইসাইকেল ও স্কুটির শোভাযাত্রা বের করে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। শোভাযাত্রার আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভার ঢাকা মহানগর শাখা। ঢাকা, ৮ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
ধানমন্ডি থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রিকশা চলাচলের পৃথক লেনে সাপ্তাহিক ছুটির দিনেও রিকশার জট। ঢাকা, ৮ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার