Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০৮ মে, ২০২০)

নামাজ আদায় করার জন্য মসজিদ খুলে দেওয়া হয়েছে। সবাইকে সামাজিক দূরত্ব রেখে নামাজ পড়তে বলা হয়েছে। জুমার নামাজ আদায় করছেন অনেক মুসল্লি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা ৮ মে। ছবি: আশরাফুল আলম
করোনার প্রভাবে মার্কেট-রেস্তোরাঁ বন্ধ। তাই উপার্জনের উপায় নেই। খাদ্যসহায়তার আশায় সড়ক বিভাজকে প্রতিদিন এভাবে বসে থাকেন আলেয়া বেগম। গতকাল দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। ছবি: আবদুস সালাম
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সুরক্ষা পোশাক পরে বাইক নিয়ে বাইরে বের হয়েছেন এক ব্যক্তি। দড়াটানা মোড়, যশোর, ৭ মে। ছবি : এহসান-উদ-দৌলা
অস্তাচলে রক্তিম সূর্য। কাজ শেষে কাস্তে হাতে ঘরে ফিরছেন ক্লান্ত কৃষক। চরকোমরপুর, পাবনা, ৭ মে । ছবি: হাসান মাহমুদ
সিলেট নগরের রিকাবীবাজার-পুলিশ লাইনস সড়কের বিভাজকে লাগানো কৃষ্ণচূড়া-রাধাচূড়ায় ফুল এসেছে। সিলেট, ৮ মে। ছবি: আনিস মাহমুদ
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বন্ধ রয়েছে সিলেট নগরের বিভিন্ন বিপণিবিতান। কোর্ট পয়েন্ট, সিলেট, ৮ মে। ছবি: আনিস মাহমুদ
সিলেটের বিভিন্ন হাওরে চলছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ধান কাটার উদ্দেশে রওয়া দিয়েছেন কয়েকজন কৃষিশ্রমিক। কদমতলি, সিলেট, ৮ মে। ছবি: আনিস মাহমুদ
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নিয়ম মেনে শুক্রবার জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। শাহজালাল (র.)-এর দরগাহ মসজিদ প্রাঙ্গণ, সিলেট, ৮ মে। ছবি: আনিস মাহমুদ
বসে আছে জোড়া চড়ুই। মোহাম্মদপুর, ঢাকা, ৮ মে। ছবি: মানসুরা হোসাইন
খাদ্য সহায়তার আশায় মিরপুরের একটি বাড়ির ফটকের সামনে অসহায় দরিদ্র নর-নারী ভিড় করেছেন। বাড়ির মালিক জানিয়ে দিয়েছেন, ত্রাণ নেই। তারপরও তাঁরা দাঁড়িয়ে আছেন। মিরপুর-২, ঢাকা, ৮ মে। ছবি: আবদুস সালাম
পথশিশু হেলালের (লাল গেঞ্জি) দিনরাত কাটে রাস্তায়। দুই দিন আগে এক লোকের কাছ থেকে পেয়েছে খরগোশটি। সারা দিন কাটে খরগোশের সঙ্গে খেলা করে। হেলাল ও তার বন্ধু মিলে রাস্তার পাশ থেকে ঘাস তুলে খরগোশকে খাওয়ায় প্রতিদিন। শাহবাগ, ঢাকা, ৮ মে। ছবি: আশরাফুল আলম
নেই ক্রেতা, তাই ক্লান্তিতে ডাবের ওপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন তিনি। ৮ মে, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা। ছবি: মাহবুব কায়সার