Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০৯ ফেব্রুয়ারি ২০১৯)

শজনে ফুলের মধুর লোভে এসেছে মৌমাছি। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৯ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
বৃক্ষ সারির মাথায় নীল আকাশে ডানা মেলেছে এক ঝাঁক পরিযায়ী পাখি। লস্কর ওজির দিঘি, কদলপুর ইউনিয়ন, রাউজান, চট্টগ্রাম, ৮ ফেব্রুয়ারি। ছবি: এস এম ইউসুফ উদ্দিন
রাত পোহালেই সরস্বতী পূজা। আজ দেবীর প্রতিমা ও পূজার অনুষঙ্গ কিনতে ব্যস্ত সময় পার করছেন ভক্তরা। রাজধানীর শ্যাম বাজার ঘাটে বিক্রমপুর থেকে মৃৎশিল্পীরা নৌকায় করে বিক্রির জন্য নিয়ে এসেছে বিভিন্ন আকৃতি ও কারুকাজ করা প্রতিমা। আকার ভেদে প্রতিমা বিক্রি হচ্ছে ১০০০ টাকা থেকে ১০ হাজার টাকায়। সদরঘাট, ঢাকা, ৯ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
ভুট্টাগাছের পাতায় বসে পোকা শিকার করার অপেক্ষায় ফিঙে। কালাচান্দপুর, মেহেরপুর, ০৯ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ
কাঁটা ভরা গাছে টকটকে লাল ফল। স্থানীয়রা এ গাছকে সেজি বলেন। বাড়ির সীমানায় সাধারণত এই গাছ লাগানো হয়। ৬ নং কয়রা, খুলনা, ৯ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
ঢেউয়ের তালে দুলছে মাছ ধরার ছোট্ট নৌকাগুলো। ফোরেরমুখ, লংগদু, রাঙামাটি, ৮ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
শজনে ফুলের রস খাচ্ছে সিঁদুরে গলা মৌটুসি। রাইন্যা টু গুন রিসোর্ট, কামিলাছড়ি, রাঙামাটি, ৯ ফেব্রুয়ারি।ছবি: সুপ্রিয় চাকমা
শজনেগাছের ডালে সিঁদুরে গলা মৌটুসি পাখি। রাইন্যা টু গুন রিসোর্ট, কামিলাছড়ি, রাঙামাটি, ৯ ফেব্রুয়ারি।ছবি: সুপ্রিয় চাকমা
বিক্রির জন্য টমেটো নেওয়া হবে স্থানীয় বাজারে। সব ঠিকঠাক আছে কি না, শেষ মুহূর্তে তা দেখছেন এক পাহাড়ি নারী। মেম্বারপাড়া, খাগড়াছড়ি, ৮ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা। হাওরের পানি কমার সঙ্গে সঙ্গে বোরো আবাদে ব্যস্ততা বেড়ে যায় হাওরপারের কৃষকদের। সামাউড়াকান্দি হাওর, সিলেট, ৯ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
ছানা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মা মুরগি। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ০৯ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম
পাহাড়ে হওয়া বিভিন্ন ফল বিক্রির জন্য শহরে নিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজন। শাপলা চত্বর, খাগড়াছড়ি, ৮ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী