Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১০ মে, ২০২০)

ঢাকা মেডিকেল কলেজের পুরোনো বার্ন ইউনিটে স্থাপন করা হয়েছে করোনা ইউনিট। সর্দি-জ্বর-কাশিতে ভুগতে থাকা রোগীরা করোনা শনাক্তকরণ পরীক্ষা করাতে আসছেন এখানে। পরীক্ষার জন্য শিশুসন্তান ও নিজের নমুনা দেওয়ার পর হাসপাতাল থেকে বের হচ্ছেন এক নারী। গতকাল দুপুরে। ছবি: সাইফুল ইসলাম
করোনার প্রভাব পড়েছে পাল সম্প্রদায়ের মানুষের ওপর। তৈরি করা দইয়ের হাঁড়ি বিক্রি করতে না পেরে তাঁরা অনেকটা অনাহারে দিন পার করছেন। পালপাড়া, বগুড়া সদর উপজেলা, ১০ মে। ছবি: সোয়েল রানা
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে দোকানপাট-বিপণিবিতান, হাটবাজার। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে শপিং মলে প্রবেশের আগে থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া হাত জীবাণুমুক্ত করতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে। গোহাটা সড়ক, যশোর, ১০ মে। ছবি: এহসান-উদ-দৌলা
দুই দিন পর খুলেছে ব্যাংক। অন্যদিকে ঈদের কেনাকাটার জন্য খুলেছে শপিং মল। তাই টাকা তুলতে ব্যাংকে ভিড় করেছেন গ্রাহকেরা। এতে বজায় থাকছে না শারীরিক দূরত্ব। সোনালী ব্যাংক, পাবনা, ১০ মে। ছবি: হাসান মাহমুদ
রাতের আকাশে আলোকিত পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। ঢাকা, ১০ মে। ছবি: দীপু মালাকার
বৈশ্বিক মহামারি করোনায় পুরোহিত, ভিক্ষু, ইমামসহ ধর্মীয় গুরুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে শাহনাজ সুলতানা ফাউন্ডেশন। দূরত্ব মেনে গতকাল ৭০০ জনকে ত্রাণ বিতরণ করা হয়। শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী
বৈশ্বিক মহামারি করোনায় পুরোহিত, ভিক্ষু, ইমামসহ ধর্মীয় গুরুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে শাহনাজ সুলতানা ফাউন্ডেশন। গতকাল ৭০০ জনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী
সীমিত পরিসরে আজ থেকে খুলেছে মার্কেট ও দোকানপাট। বিশাল সেন্টারে ক্রেতা নেই। ঢাকা, ১০ মে। ছবি: আবদুস সালাম
সীমিত পরিসরে আজ থেকে খুলেছে মার্কেট ও দোকানপাট। মার্কেটে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। কিন্তু ক্রেতা নেই। হোসাফ কনভেনশন সেন্টার, ঢাকা, ১০ মে। ছবি: আবদুস সালাম
সীমিত পরিসরে আজ থেকে খুলেছে মার্কেট ও দোকানপাট। বেইলি রোডে শাড়ির দোকানগুলোতে ক্রেতা নেই। ঢাকা, ১০ মে। ছবি: আবদুস সালাম
সীমিত পরিসরে আজ থেকে খুলেছে মার্কেট ও দোকানপাট। এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে ঢুকতে জীবাণুনাশক টানেল হয়ে যেতে হচ্ছে। ঢাকা, ১০ মে। ছবি: আবদুস সালাম
রাজধানীর বাজারগুলোতে দিন দিন মানুষের ভিড় বেড়েই চলছে। করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব মেনে চলাচলের কথা বলা হলেও নিয়ম মানছে না কেউ। মিরপুর ১, ঢাকা, ১০ মে। ছবি: আশরাফুল আলম
করোনাভাইরাসের কারণে যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকায় ঢাকার অদূরে যাওয়ার জন্য গাদাগাদি করে গাড়ি ভাড়া করছেন যাত্রীরা। গাবতলী, আমিনবাজার, ঢাকা, ১০ মে । ছবি: আশরাফুল আলম
রাজধানীজুড়ে প্রতিদিনই চলছে সেনাবাহিনীর টহল। সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলছে তারা। গাবতলী, ঢাকা, ১০ মে। ছবি: আশরাফুল আলম
রাজধানী থেকে বের হওয়া ও প্রবেশপথে পুলিশের নজরদারি ঢিলেঢালা হওয়ায় অবাধে চলছে যানবাহন। গাবতলী, ঢাকা, ১০ মে। ছবি: আশরাফুল আলম
লকডাউন ঢিলেঢালা হওয়ায় ঢাকার বাইরে থেকে মালামাল নিয়ে রাজধানীতে প্রবেশ করছে এক পরিবার। গাবতলী, ঢাকা, ১০ মে। ছবি: আশরাফুল আলম
পথশিশু ফারুক এনজিও পরিচালিত একটি স্কুলে লেখাপড়া করে। করোনাভাইরাসের কারণে তার স্কুল বন্ধ। তাই সারা দিন ফাঁকা রাস্তায় খেলা করে দিন পার করে। শাহবাগ, ঢাকা, ১০ মে। ছবি: আশরাফুল আলম