Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১১ আগস্ট, ২০২০)

পর্যটকেরা নৌকায় করে ঘুরে দেখছেন নির্মল সৌন্দর্য। রোববার দুপুরে বাংলাদেশের অন্যতম জলাবন সিলেটে গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে। ছবি: আনিস মাহমুদ
কুমিল্লার কোটবাড়ীতে সাধারণত প্রচুর পর্যটকের সমাগম থাকে। এখন সালমানপুর এলাকায় ব্যক্তিমালিকানাধীন বিনোদনকেন্দ্র ম্যাজিক প্যারাডাইসের আশপাশ তাই সুনসান। গত ৩০ জুলাই দুপুরে। ছবি: এম সাদেক
রাঙামাটির কাপ্তাই হ্রদে কায়াকভ্রমণে নেমেছেন পর্যটকেরা। গতকাল বিকেলে রাঙামাটি সদরের বড়াদম বাজার এলাকায় বেরাইন্ন্যে রিসোর্টে। ছবি: সুপ্রিয় চাকমা
অগভীর পানিতে হাতড়ে মাছ শিকার চলছে। সড়কের ধারে জলাশয়ে বন্যার পানি কমে গেছে । নিচু এলাকার জমে থাকা পানিতে বেড়েছে মাছের আনাগোনা। কিচক এলাকা, শিবগঞ্জ, বগুড়া, ১০ আগস্ট। ছবি: সোয়েল রানা
সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে সৈকতে সময় কাটাতে আসছে মানুষ। রোববার বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে। ছবি: জুয়েল শীল
করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার জন্মাষ্টমীর র‍্যালি হয়নি। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত হয় শ্রীকৃষ্ণপূজা। ঢাকা, ১১ আগস্ট। ছবি: দীপু মালাকার
শ্রীকৃষ্ণপূজায় পুরোহিতরা। ঢাকেশ্বরী মন্দির, ঢাকা, ১১ আগস্ট। ছবি: দীপু মালাকার
অলস দুপুরে গাছের ডালে কাকের উঁকি। ধানমন্ডি এলাকা, ঢাকা, ১১ আগস্ট। ছবি: মহিউদ্দিন ফারুক
বুড়িগঙ্গা নদীর বেশ কিছু স্থানে জমেছে কচুরিপানা। এর মধ্যে আটকে পড়েছে ইঞ্জিনচালিত এক নৌকা। লালবাগ বেড়িবাঁধ, ঢাকা, ১১ আগস্ট। ছবি: আশরাফুল আলম
স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও মানছে না অনেকেই। মাস্ক না পরে অনেক কিশোর-তরুণ সড়কে বেরিয়ে পড়েছেন। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। লালবাগ, ইসলামবাগ, ঢাকা, ১১ আগস্ট। ছবি: আশরাফুল আলম
শিশুদের জন্য রাজধানীর অনেক এলাকায় নেই কোনো খেলার মাঠ। তাই বৈদ্যুতিক খুঁটির নিচে ফাঁকা জায়গায় ঝুঁকি নিয়ে খেলছে তারা। ইসলামবাগ, ঢাকা, ১১ আগস্ট। ছবি: আশরাফুল আলম