Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১১ জানুয়ারি ২০১৮)

শীতকালে বিয়েসহ নানা অনুষ্ঠানের ছড়াছড়ি। অনুষ্ঠানে গাঁদা ফুলের প্রয়োজন হয়। ফুলের চাহিদা মেটাতে এখন খেত থেকে ফুল তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। এক হাজার গাঁদা ফুলের পাইকারি দাম ৫০০ টাকা। পূর্ব কামালকাছনা, রংপুর, ১১ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
পাহাড় থেকে ‘ঝাড়ু ফুল’ সংগ্রহ করে খাগড়াছড়ি শহরের বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে দুই ব্যক্তি। এগুলো দিয়ে ঝাড়ু বানানো হয়। ১০ আঁটি ঝাড়ু ফুলের দাম ১৫ টাকা। কদমতলী, খাগড়াছড়ি, ১০ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
টেকনাফের শালবন পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা রোহিঙ্গাদের আশ্রয়শিবির। নয়াপাড়া, কক্সবাজার, ১০ জানুয়ারি। ছবি: গিয়াস উদ্দিন
নিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। তীব্র শীত ও অনশনের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: হাসান রাজা
ডাচেস অব কেমব্রিজ ক্যাথরিন বুধবার রিচ একাডেমি পরিদর্শন করেন। তিনি এ সময় শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান। পশ্চিম লন্ডন, যুক্তরাজ্য, ১০ জানুয়ারি। ছবি: রয়টার্স
পোপ ফ্রান্সিসের সঙ্গে ছবি তুলছেন ইতালীয় গার্দিয়া দি ফিনানজার ক্যাডেটরা। ষষ্ঠ পল হল, ভ্যাটিকান, ১০ জানুয়ারি। ছবি: রয়টার্স
শীতের রোদেলা দুপুরে সেতুর ওপর এক পথচারী। মস্কো, রাশিয়া, ১০ জানুয়ারি। ছবি: এএফপি
মুলার ফুলে ছেয়ে গেছে খেত। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর সদর, ১০ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
কুয়াশা-ঢাকা প্রকৃতিতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। গোধূলির আলো গায়ে মেখে সাঁতার কাটছে কয়েকটি হাঁস। সিমলা খন্দকার পাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১০ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম
ঢাকার আশপাশের গ্রামগুলোতে চাষ করা শীতের সবজি আসে রায়েরবাজারে ৷ সেখান থেকে এসব সবজি যায় ধানমন্ডি, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন বাজারে। রায়েরবাজার, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
হাতিরঝিলে দূষিত পানি বইছে। সেই পানি তৈরি করছে ফেনা। এই ফেনাযুক্ত পানি গিয়ে মিশছে রামপুরা খালে। রামপুরা সেতু, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: নাসরিন আকতার
নিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১১জানুয়ারি। ছবি: হাসান রাজা
আজ বৃহস্পতিবার টিন সামিটের আয়োজন করে দৃষ্টি ও রয়াল সিমেন্ট। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট, ১১ জানুয়ারি। ছবি: জুয়েল শীল
শুকানো হচ্ছে নারিকেলের ছোবড়া। এই ছোবড়া রপ্তানি করা হবে বিভিন্ন দেশে। কররী, বাগেরহাট সদর, ১১ জানুয়ারি। ছবি: ইনজামামুল হক।
কুমিল্লায় শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। কৃষি মন্ত্রণালয়ের স্টলে করলা দিয়ে বানানো হয়েছে ‘সমৃদ্ধির ছাতা’। কুমিল্লা টাউন হল, ১১ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার ভেতরেও চলছে বিভিন্ন নৌযান। ফেরি বন্ধ থাকার সুযোগ নিয়ে চলছে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার। সম্প্রতি দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী, ১১ জানুয়ারি। ছবি: এম রাশেদুল হক
গাঁদা ফুলে বসেছে পিকক পানজি প্রজাপতি। এই প্রজাপতি গ্রীষ্মকালে উজ্জ্বল বর্ণ এবং বর্ষাকালে ধূসর বর্ণ ধারণ করে। গণপূর্ত কার্যালয় প্রাঙ্গণ, কিশোরগঞ্জ, ১১ জানুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ
খাবারের সন্ধানে এখানে-সেখানে ছুটে বেড়াচ্ছে একটি কাঠবিড়ালি। আগের মতো কাঠবিড়ালি আর তেমন একটা দেখা যায় না। কমলাপুর, কুষ্টিয়া, ১১ জানুয়ারি। ছবি: তৌহিদী হাসান
সারা দেশে ‘উন্নয়ন মেলা’ চলছে। সিলেটের উন্নয়ন মেলায় দেখা গেল এই কমলার গাছটি। জেলা স্টেডিয়াম, রিকাবীবাজার, সিলেট, ১১ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
আলুর খেতকে শীতজনিত রোগ থেকে বাঁচাতে কীটনাশক ছিটাচ্ছেন চাষিরা। এ সময় আলুর খেতে লেট ব্লাইট রোগ দেখা দেয়। বোতলাপাড়া, রংপুর, ১১ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম