Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১১ মে, ২০২০)

সন্ধ্যায় নিজের রূপ ছড়ায় বলে এর নাম সন্ধ্যামালতি। সন্ধ্যামণি বা কৃষ্ণকলিও ডাকে কেউ কেউ। নাম শুনে একেবারে বাঙালির নিজস্ব মনে হলেও সুদূর লাতিন আমেরিকার দেশ পেরু তার ভিটেবাড়ি। রূপের পাশাপাশি নানান ঔষধি গুণাগুণও আছে এই সন্ধ্যামালতির, আছে ভিন্ন ভিন্ন রঙের ফুল। রাস্তার পাশে অবহেলায় বেড়ে ওঠা গাছটির এমন অসংখ্য গাঢ় গোলাপি ভালোবাসা পথচারীদের মধ্য বিনা পয়সায় মুগ্ধতা ছড়ায় প্রতিদিন। বাজার চারতলা ঈদগাহ মাঠ, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ১১ মে। ছবি: মাহফুজ কিশোর
দোকানপাট রোববার থেকে খুলেছে। বাইরে মানুষ বের হবে ভেবে পোষা পাখি বিক্রি করতে এসেছেন এক ব্যক্তি। ডাকবাংলা , খুলনা, ১০ মে। ছবি: সাদ্দাম হোসেন
পাবনা সদরের একদন্ত গ্রামের ফইজুন খাতুন ব্যাংকে এসেছিলেন বয়স্ক ভাতা তুলতে। মেয়াদ পূর্ণ না হওয়ায় টাকা পাননি তিনি। কিন্তু তাঁর ঘরে নেই খাবার। তাই তিনি মার্কেটে ঢুকে সাহায্যের আবেদন করতে থাকেন। রবিউল শপিং কমপ্লেক্স, পাবনা, ১০ মে। ছবি: হাসান মাহমুদ
টোলারবাগের দীর্ঘদিন থাকা লকডাউন তুলে দেওয়া হয়েছে। অবাধে চলাচল করছে এলাকার মানুষ। মিরপুর, ঢাকা, ১১ মে। ছবি : আশরাফুল আলম
ঈদ সামনে রেখে রাজধানীর দোকানগুলো খুলে দেওয়া হয়েছে। কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। বেইলি রোড, ঢাকা, ১১ মে। ছবি: আশরাফুল আলম
করোনাভাইরাসের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন হতদরিদ্র মানুষেরা। গাড়ি দেখলেই সাহায্যের আশায় এভাবেই রাস্তায় হাত পেতে দাঁড়িয়ে পড়েন তাঁরা। মগবাজার, ঢাকা, ১১ মে। ছবি: আশরাফুল আলম
ভ্রাম্যমাণ বিক্রেতা। জীবিকার তাগিদে অঘোষিত লকডাউনের মধ্যে গ্রাম ঘুরে কাপড় বিক্রি করছেন আশাদুল। দামে কম হওয়ায় অনেকে কেনেন কাপড়। ধুনট, মধুপুর, বগুড়া, ১১ মে। ছবি: আব্দুল হামিদ
স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। ছোট–বড় সব দোকানেই এভাবে চলছে কেনাকাটা। পৌর বাজার, ফুলবাড়ী, দিনাজপুর, ১১ মে। ছবি: প্লাবন শুভ
আর কয়েক দিন বাদে এই সোনালি ধান কৃষকের ঘরে উঠবে। নতুন ধানে কৃষকের ঘর ভরে উঠবে সোনালি স্বপ্নে। বোড়াই, কালাই, জয়পুরহাট, ১১ মে। ছবি: মেহেদুল ইসলাম মাহাদী
দিগন্তবিস্তৃত আবাদি ফসলের মাঠ। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে গরু দিয়ে হাল চাষ করছেন কৃষক। হাতীবান্ধা, লালমনিরহাট, ছবিটি সম্প্রতি তোলা। ছবি: তাজওয়ার আহমেদ তনয়
বাংলাদেশের জাতীয় ফল এই কাঁঠাল। গ্রীষ্মকালীন অন্য ফলগুলোর সঙ্গে বাজারে আসবে কাঁঠাল। নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ১১ মে। ছবি: মুনিম হাসান ভূঁইয়া
ঘর ছেড়ে রাস্তায় মানুষ, ঈদের কেনাকাটার ধুম। উপজেলা সদর, গোদাগাড়ী, রাজশাহী, ১১ মে। ছবি: এম. আব্দুল বাতেন
নেপিয়ার ঘাস। ঘাসের জমি থেকে পোকা দমন করতে স্প্রে করছেন মকুল হোসেন নামের এই কৃষক। মধুপুর, ধুনট, বগুড়া, ১১ মে। ছবি: আব্দুল হামিদ