Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১২ নভেম্বর ২০১৭)

শীতের হাওয়া বইছে। রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য কম্বলগুলো কক্সবাজার নেওয়া হচ্ছে। মাঝির ঘাট, চট্টগ্রাম, ১২ নভেম্বর। ছবি: জুয়েল শীল
চলনবিলে পানি কমছে। তাই মিলছে নানা প্রজাতির মাছ। শেষ বিকেলে পাঁতা চাঁইয়ে ধরা পড়ে মাছ। সকালে মাছ ধরার সেই উপকরণ ডিঙি নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে। বিলশা বিল। নাটোর। ১২ নভেম্বর ২০১৭। ছবি: আনিসুর রহমান
ক্যামেরা দেখেই বাঁশের আড়ালে মুখ লুকানোর চেষ্টা পাহাড়ি শিশুর। কারবারি টিলা, দীঘিনালা, খাগড়াছড়ি, ১০ নভেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
সবুজ পাহাড়ে শীত এসে গেছে। তাই দোকান থেকে লেপ কিনে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। মাটিরাঙ্গা উপজেলা, খাগড়াছড়ি, ১১ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
ফানুস উড়িয়ে বন্ধুসভার জন্মদিন উদ্‌যাপন। চট্টগ্রাম, ১১ নভেম্বর। ছবি: সৌরভ দাশ
মূল ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় জরুরি বিদ্যুতের জন্য বসানো হয়েছে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার। গায়ে লেখা ‘বিপজ্জনক’। কিন্তু গত রমজান মাস থেকে সড়কের ওপরে এভাবেই ফেলে রাখা আছে ট্রান্সফরমারটি। স্থায়ী সমাধানে উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। গোবিন্দপুর, কুমিল্লা, ১১ নভেম্বর। ছবি: এমদাদুল হক
ধান ঝাড়ার কাজ করছেন এক নারী। আহমেদাবাদ, ভারত, ১০ নভেম্বর। ছবি: রয়টার্স
ভোরের আলোয় রাধাচূড়া ফুলের সৌন্দর্য। আলতাফুন্নেছা খেলার মাঠ। বগুড়া। ১২ নভেম্বর ২০১৭। ছবি: সোয়েল রানা
ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ব্যঙ্গচিত্র পোস্ট করার অভিযোগে ঠাকুরপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা ও মহানগর শাখার মানববন্ধন। রংপুর। ১২ নভেম্বর ২০১৭। ছবি: মঈনুল ইসলাম
দুই পাশে ঘিরে থাকা সবুজ গাছ আর তার ভেতর দিয়ে বয়ে যাওয়া খালে নৌকায় বসে মাছ ধরছেন এক ব্যক্তি। নবগ্রাম রোড, বরিশাল, সাম্প্রতিক ছবি। ছবি: সাইয়ান