Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১২ মে ২০১৭)

গাছের ডালে নুয়ে ঝুলছে রসালো লিচু। ছবিটি শুক্রবার সকালে সিলেট নগরের আরামবাগ এলাকা থেকে তোলা। ছবি : আনিস মাহমুদ
রাজধানীর বিমানবন্দর সড়কের দক্ষিণ নিকুঞ্জ অংশে স্থাপন করা হয়েছে মহান মুক্তিযুদ্ধভিত্তিক এই বিশাল আকৃতির ভাস্কর্য। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
রাজধানীর দোয়েল চত্বর এলাকায় শুটিং চলছিল। শুটিংয়ের অংশ হিসেবে আনা হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। আজ শুক্রবার দুপুরে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
তরমুজ খাচ্ছে গ্রামের শিশুরা। ছবিটি আজ শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলার পূর্ব জিলেরডাঙ্গা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
সিলেটে শুক্রবার সকালের দিকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। ছবিটি শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
বটের পাকা ফল খাচ্ছে একটি বুলবুলি। ছবিটি আজ শুক্রবার খুলনার বয়রা পুলিশ লাইনসের সামনে থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
বগুড়ার দইয়ের সমাদর দেশজুড়ে। দইয়ের জন্য চাই মাটির পাত্র। এক কুমারবাড়ির উঠানে মাটির তৈরি দইয়ের পাত্র শুকাতে দিচ্ছেন এক নারী। ছবিটি আজ শুক্রবার বগুড়া সদর উপজেলার শেখেরকোলা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
খেত থেকে শাক তুলে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক কৃষক। ছবিটি শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
ধান মাড়াইয়ের পর রিকশা ভ্যানে খড় তুলছেন কৃষকেরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন থেকে তোলা। ছবি: সাজেদুল আলম
লাভজনক হওয়ায় হাওরাঞ্চলে অনেকেই হাঁসের খামার গড়ে তুলেছেন। দিন শেষে হাঁসের ঝাঁক খামারে ফিরছে। ছবিটি সম্প্রতি সুনামগঞ্জের ঢুলিপশি হাওর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
পাহাড়ে হানিকুইন জাতের আনারসের ফলন ভালো হয়। সেই আনারস তুলে ট্রলারে করে বাজারে নিয়ে এসেছেন চাষিরা। ছবিটি আজ শুক্রবার সকালে রাঙামাটি শহরের বনরুপা সমতাঘাট থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
পবিত্র শবে বরাতে এশার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
পবিত্র শবে বরাতে এশার নামাজের পর মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
পরাশ্রয়ী ও বহুবর্ষজীবী উদ্ভিদ অর্কিড। গ্রীষ্ম ও বর্ষাকালের ফুল। অর্কিডে বসেছে অলি। ছবিটি আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ শহরের বোম্বাই কলোনি এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা
বিজ্ঞানবিষয়ক লেখক, ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার দুই বছর পূর্ণ হয়েছে আজ শুক্রবার। তাঁকে স্মরণ করে আজ বেলা ১১টার দিকে অনন্ত বিজয় স্মৃতিস্তম্ভে ফুল দেয় বিভিন্ন সামাজিক সংগঠন। ছবি: আনিস মাহমুদ
ইট-পাথরের রুক্ষ এই নগরে কৃষ্ণচূড়ার এমন মনমোহিনী রং মন ভালো করে বৈকি। ছবিটি শুক্রবার দুপুরে রাজধানীর বনানী ওভারপাস এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
ফরিদপুর মধুখালী উপজেলায় এ বছর ব্যাপক ফলন হয়েছে লিচুর। গাছ থেকে লিচু সংগ্রহ করছেন চাষিরা। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
ট্রাফিক মোড়ের বেদিতে লাগানো ফেস্টুনের ছায়ায় ঘুমিয়ে আছে এক পথশিশু। ছবিটি আজ শুক্রবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
নগরজুড়ে তীব্র দাবদাহ চলছে। হাতি নিয়ে সড়কে নামতে পারছেন না মাহুতরা। হাতি নিয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন তাঁরা। ছবিটি শুক্রবার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের খিলক্ষেত এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
বাংলাদেশে সফররত সৌদি আরবের মজলিশ আশশুরার স্পিকার আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহীম আলী আল শেখের নেতৃত্বে শুরা কাউন্সিলের প্রতিনিধিদল স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী বৈঠক করেছেন। শুক্রবার রাজধানীর একটি হোটেলে এ বৈঠক হয়। ছবি: জাতীয় সংসদ
ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর উইমেনসহ কয়েকটি সংগঠন। ছবিটি আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের প্রেসক্লাব থেকে তোলা। ছবি: জুয়েল শীল
সাজেকের দুর্গম ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের ২০৮টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন। ত্রাণ নিয়ে বাড়ি ফিরছেন নারীরা। ছবিটি আজ শুক্রবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
ধর্ষণকারীদের বিচারের দাবিতে আজ শুক্রবার বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করে। ছবি: হাসান রাজা
খুনি-ধর্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। ছবিটি শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
মানিক মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে কণ্ঠশিল্পী শাহনাজ রহমতউল্লাহকে সংবর্ধনা ও মানিক মিয়া স্বর্ণপদক প্রদান করা হয়েছে। ছবিটি আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে তোলা। ছবি: আবদুস সালাম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনায় ভরে আছে। পোড়ানো হয়েছে গাছপালা। নিষেধাজ্ঞা থাকার পরও উদ্যানটির ভেতর দিয়ে প্রতিদিন চলাচল করে মোটরসাইকেল। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
এক্সপ্রেশনস আয়োজিত রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে চিত্রশিল্পী শম্ভু আচার্য্যের ‘পটকাব্য পরম্পরা’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। ছবিটি শুক্রবার সন্ধ্যায় তোলা। ছবি: আশরাফুল আলম
প্রথম আলো ১২তম নাফিয়া গাজী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা। ছবিটি আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম